কলকাতা: বিশ্ব বাজারে সামান্য ধাক্কা ছবি দেখা গেলেও ভারতীয় শেয়ার বাজারে ছবিটা উল্টো ছিল। সপ্তাহ শেষের আগে শুক্রবার উপরে উঠেই শেষ করেছিল ভারতীয় শেয়ার বাজারের সূচক। 


শুক্রবার নিফটি ৫০ সূচক ছুঁয়ে ফেলেছিল ২১৯২৮ -এর নতুন মাইলফলক। তারপরে বাজার শেষ হয়েছে ২১৮৯৪ পয়েন্টে।  BSE Sensex-এর ক্ষেত্রেও বাজার শেষ হয়েছে ৭২৫৬৮ পয়েন্টে। ব্যাঙ্ক নিফটিও হাসি ফুটিয়েছিল বিনিয়োগকারীদের মুখে। শুক্রবার ২৭১ পয়েন্ট উঠে শেষ করেছিল ৪৭৭০৯ পয়েন্টে।   


বিশেষজ্ঞতদের একাংশ মনে করছেন, শুক্রবারের বাজার যা গতি দেখিয়েছে সেই ধারাই বজায় থাকবে সপ্তাহের প্রথম দিনেও। বিশেষজ্ঞদের একাংশের ধারণা খুব অল্প সময়ের মধ্যেই নিফটি ৫০ (Nifty 50) সূচক ছুঁয়ে ফেলতে পারবে  ২২৩০০ স্তর। এই সূচকের সামনে রয়েছে ২২০০০ স্তরের হার্ডল, সাপোর্ট (Support) রয়েছে ২১৭৫০ স্তরে। 
    
বিশেষজ্ঞরা মনে করছেন আজ, সপ্তাহের প্রথম দিনে শুরু থেকে গতি দেখাতে পারে নিফটি ৫০ সূচক। পজিটিভ ট্রেডের ছবি দেখা যেতে পারে। IT সেক্টরে বড় বড় কিছু সংস্থার ভাল পারফরম্য়ান্সের প্রভাব পড়তে পারে। সব ঠিক থাকলে নতুন উচ্চতাও ছুঁতে পারে। ব্যাঙ্ক নিফটির (Bank Nifty) ক্ষেত্রেও ঊর্ধ্বগতি দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ICICI Bank, SBI এবং কোটাক ব্যাঙ্কের ভাল মুভমেন্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে ব্যাঙ্ক নিফটি সূচকের গতিও হাসি ফোটাতে পারে বিনিয়োগকারীদের মুখে। এই সূচককে আরও উপরে উঠতে গেলে ৪৮৪০০ পয়েন্টের স্তর ভেঙে বেরতে হবে, তাহলে আরও ঊর্ধ্বগামী হতে পারে এই সূচক। এমনটা হলে ছুঁয়ে ফেলতে পারে ৪৯৮০০ এর স্তরও। 
  


আজ কোন কোন স্টকে নজর?


1. BF Utilities: কেনা ৬০৮.৬০ টাকা, টার্গেট ৬৪০ টাকা, স্টপ লস ৫৯৮ টাকা


2. UCO Bank: কেনা ৪১.৪৫ টাকা, টার্গেট ৪৪ টাকা, স্টপ লস ৪০.৫০ টাকা


3. JK Tyre: কেনা ৪০৪.৬৫ টাকা, টার্গেট ৪২০ টাকা, স্টপ লস ৩৯৭ টাকা



Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।


আরও পড়ুন: মকর সংক্রান্তিতে 'গো-সেবা'য় মন মোদির, রইল নানা মুহূর্ত