Stock Prices Manipulation: কিছুদিন আগেই স্মল ও মিড ক্যাপ স্টকে (Stock Market) কারচুপি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। তারপর থেকেই বড় ধস নামে এই দুই বিভাগে। এবার ভারতের শেয়ার বাজার (Indian Stock Market) নিয়ে আরও মারাত্মক অভিযোগ করেন নামী শিল্পপতি তথা RPG গ্রুপের চেয়ারম্যান হর্ষ বর্ধন গোয়েঙ্কা (Harsh Goenka)।


কী বলেছেন হর্ষ গোয়েঙ্কা
সোশ্যাল মিডিয়ায় তার স্পষ্টভাষী কণ্ঠস্বর এবং সক্রিয়তার জন্য পরিচিত হর্ষ গোয়েঙ্কা। এবার শেয়ারবাজারে শেয়ারের দামে কারসাজির অভিযোগ তুলেছেন তিনি। বিশিষ্ট শিল্পপতি বলেছেন, হর্ষদ মেহতা এবং কেতন পারেখ যুগের প্রত্যাবর্তন ঘটতে চলেছে ভারতের শেয়ার বাজারে। কলকাতায় শেয়ারের দাম নিয়ে খেলা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে কোম্পানির প্রোমোটার এবং স্টক ব্রোকার রয়েছে। হর্ষ গোয়েঙ্কা এ ব্যাপারে অর্থ মন্ত্রকের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


প্রোমোটার আর দালালচক্র মিলে এই খেলা খেলছে
শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি টুইটে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, এই দিনগুলিতে স্টক মার্কেটে অসাধারণ বৃদ্ধি হচ্ছে। এর সুযোগ নিতে হর্ষদ মেহতা এবং কেতন পারেখের মতো কিছু লোক কাজ করছে। এই নেক্সাসটি মূলত কলকাতা থেকে চলে। কোম্পানির প্রোমোটাররা লাভ এন্ট্রির মাধ্যমে তাদের মুনাফা বাড়াচ্ছে। গুজরাতি ও মারোয়ারি দালালরাও এই কারসাজির সঙ্গে জড়িত। এই দালালরা শেয়ারের দামকে অবাস্তব উচ্চতায় নিয়ে যাওয়ার খেলা খেলছে।


ক্ষুদ্র বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন
হর্ষ লিখেছেন এখন সময় এসেছে অর্থ মন্ত্রকের এই বিষয়ে হস্তক্ষেপ করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার। স্টক মার্কেটে এই ধরনের ভুল অনুশীলন শেষ পর্যন্ত ছোট বিনিয়োগকারীদের জন্য বিশাল ক্ষতির কারণ হতে পারে। এই পোস্টে তিনি অর্থ মন্ত্রকেকেও ট্যাগ করেছেন।



RPG গ্রুপের ১৫টি কোম্পানি রয়েছে
 হর্ষবর্ধন গোয়েঙ্কা 1988 সাল থেকে আরপিজি গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপে বিভিন্ন সেক্টরে কাজ করা 15টি কোম্পানি রয়েছে। RPG গ্রুপের টার্নওভার প্রায় $4.7 বিলিয়ন। তার এই বড় পূর্বাভাসের পর শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিতে পারে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


Gold Price: কয়েক হাজার টাকা কমেছে দাম, এখন সোনা কেনার সুবর্ণ সুযোগ ?