Share Market: আজ রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠক শেষ হল। আর এই মুদ্রানীতির বৈঠকে রেপো রেট নিয়ে চর্চা আগে থেকেই চলছিল। কিন্তু সকলকে হতাশ করে নবম বারের মুদ্রানীতির বৈঠকেও (Stock Market Today) কোনও বদল এল না রেপো রেটে। আর তার প্রভাবে শেয়ার বাজার (Sensex Today) আজ সকালে খুলতেই ২৫০ পয়েন্ট পড়ে যায়। সেনসেক্স এবং নিফটি দুটি সূচকই (Stock Market Crash) আজ লাল সঙ্কেতে রয়েছে। সুদের হারে বদল আসবে আশা ছিল বিনিয়োগকারীদের, কিন্তু তা না হওয়ায় বাজার সমর্থন করছে না। তবে বাজারে আজ ফার্মা সূচক বেড়েছে ১ শতাংশ।


বৈশ্বিক বাজারে মেটাল ইন্ডাস্ট্রির জন্য পরিস্থিতি উদ্বেগজনক। আর তাই ভারতের মেটাল সেক্টরেও আজ পতন এসেছে। তেল ও গ্যাসের সূচকেও আজ ০.৮২ শতাংশ পতন এসেছে। আজ ৮ অগাস্ট বাজারে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৪৭.৫২ পয়েন্ট কমে ৭৯,৪২০-এ খোলে অর্থাৎ গ্যাপ ডাউনে খোলে বাজার। নিফটিও আজ সকালে ৪৮.৯৫ পয়েন্ট গ্যাপ ডাউনে খোলে। ব্যাঙ্ক নিফটিতে এসেছিল ১.১৩ শতাংশ পতন। আর বাজার খোলার পরেই সেনসেক্স নেমে যায় ২৫০ পয়েন্ট। ৭৯,১৯৯ পয়েন্টে নেমে আসে বাজার।


সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে পতন এসেছে ২১টি স্টকেই। মাত্র ৯টি স্টকের দাম আজ বাড়ছে। টাটা মোটরস এবং টাইটান যথাক্রমে ১.৭১ শতাংশ ও ০.৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, টেক মহিন্দ্রার শেয়ারেও এসেছে বৃদ্ধি।


আজ ৮ অগাস্ট বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন ৪৪৭.৭৬ লক্ষ কোটি টাকা হয়েছে। বুধবার অর্থাৎ গতকাল তা ছিল ৪৪৮.৬২ লক্ষ কোটি টাকায়। এখন বম্বে স্টক এক্সচেঞ্জে মোট ৩০৮৪টি শেয়ারে লেনদেন চলছে যার মধ্যে ১১৫০টি শেয়ারের দাম কমেছে। ৫২ সপ্তাহের উচ্চতায় রয়েছে ১১২টি শেয়ার, নিম্নস্তরে রয়েছে ১২টি শেয়ার। এছাড়া আজ ৯১টি শেয়ারে আপার সার্কিট এবং ৬২টি শেয়ারে লোয়ার সার্কিট লেগেছে।



( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Petrol Diesel Price: ৭ জেলায় বাড়ল পেট্রোলের দাম, তেল ভরাতে এবার পকেটে টান ?