Share Market: সপ্তাহের শুরুতেই পতনের মুখ দেখল ভারতীয় শেয়ার বাজার। ১৮৩০০ পেরিয়ে এবার কারেকশন নিচ্ছে নিফটি ,সেনসেক্স। সোমবার নিফটি ১৮,২০০ পয়েন্ট ভেঙে নেমে যাওয়ায় নতুন করে আতঙ্ক শুরু হয়েছে বাজারে।  


Stock Market Opening: আজ কীভাবে শুরু করেছে বাজার ?
আজ বিশ্ব বাজার থেকে কোনও সাপোর্ট পায়নি দালাল স্ট্রিট। সেই কারণে দেশীয় বাজারেও সেই পতন ধরা পড়েছে। শুরুতে 0.35 শতাংশের বেশি খোলার পরে সেনসেক্স-নিফটি শুরুর মিনিটেই 0.50 শতাংশের বেশি ভেঙেছে। আজকের লেনদেনের সময়, BSE 30 শেয়ারের সূচক সেনসেক্স 207.15 পয়েন্ট বা 0.34 শতাংশ কমে 61,456.33-তে খুলেছে। অন্যদিকে, NSE-র 50-শেয়ারের সূচক নিফটি 61.25 পয়েন্ট বা 0.33 শতাংশ কমে 18,246.40-তে দৌড় শুরু করেছে। 


Share Market: বাজারে সেনসেক্স ও নিফটির অবস্থা


আজ খোলার 10 মিনিটের মধ্যে বাজারের পতন আরও গভীর হয়েছে। সেনসেক্সের 30টির মধ্যে মাত্র 5টি স্টক বুম দেখছে বাকি 25টি স্টক পতনের সঙ্গে লেনদেন করছে। একই সময়ে, 50টি নিফটি স্টকের মধ্যে, কেবল 13টি স্টক বৃদ্ধির সাথে লেনদেন করছে বাদবাকি 37টি স্টকে পতন ঘটেছে। 


Stock Market Opening: সেক্টরাল সূচক


আজ বাজারের সব সেক্টরাল সূচক পতনের লাল চিহ্নে লেনদেন করছে। আইটি স্টকগুলিতে সর্বাধিক 1.03 শতাংশ ও রিয়েলটি স্টকগুলিতে 0.98 শতাংশের দুর্বলতা দেখা গেছে। পাশাপাশি ধাতব স্টক 0.73 শতাংশ কমেছে।


Share Market: ব্যাঙ্ক নিফটির পতন বেড়েছে


ব্যাঙ্ক নিফটিও আজ বাজারের সেক্টরাল সূচকের পতনের সঙ্গে লেনদেন করছে। যা শুরুতেই 175 পয়েন্ট পিছলে 42263-এর স্তরে চলে গেছে।


আজ বেড়েছে এই স্টকগুলি


সেনসেক্সে আজকের ক্রমবর্ধমান স্টক মাত্র 5টি। এর মধ্যে রয়েছে মারুতি, এইচইউএল, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাটা স্টিল ও ভারতী এয়ারটেলের নাম। ONGC, BPCL, Bharti Airtel, Tata Steel, Tata Motors নিফটির সেরা 5টি ক্রমবর্ধমান স্টকের মধ্যে রয়েছে৷


আজ কমেছে এই শেয়ারগুলি 


আজকের পতনশীল স্টকগুলির মধ্যে সবচেয়ে বেশি হারে আইসিআইসিআই ব্যাঙ্ক, এনটিপিসি, পাওয়ারগ্রিড, আল্ট্রাটেক সিমেন্ট, এলএন্ডটি, এইচসিএল টেক, সান ফার্মা, টাইটান, এশিয়ান পেইন্টস, এইচডিএফসি ও কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক পড়েছে।


Share Market: প্রি-ওপেনিং মার্কেট 


স্টক মার্কেটের প্রি-ওপেনিংয়ে আজ শেয়ারবাজারে কেবল পতন দেখা যাচ্ছে। সেনসেক্স-নিফটি লালে লেনদেন করছে। BSE এর সেনসেক্স 237 পয়েন্ট অর্থাৎ 0.38 শতাংশ পতনের সঙ্গে 61426-এর স্তরে রয়েছে। অন্যদিকে, NSE-এর নিফটি 18240 স্তরে লেনদেন করছে, 66.85 পয়েন্ট অর্থাৎ 0.37 শতাংশ কমেছে।