Share Market: সোমে চূড়ান্ত অস্থিরতার পর মঙ্গলে সামান্য উঁচুতে খুলল বাজার। যদিও কিছুক্ষণের মধ্যেই লালে নেমে গিয়েছে নিফটি। বাজার বিশেষজ্ঞরা বলছেন, নতুন রেকর্ড উচ্চতা ছোঁয়ার আগে সংশোধনের পথে হাঁটছে বাজার। যদিও কিছু বিশেষজ্ঞের মতে, মার্কিন বাজারে গত কাল পতনের প্রভাব দেখা যাচ্ছে ভারতীয় মার্কেটে।
Stock Market Opening: আজ কী অবস্থা সূচকের ?
ভারতীয় স্টক মার্কেট আজ সামান্য বৃদ্ধির সাথে লেনদেন শুরু করেছে । গত রাতে মার্কিন বাজারের ব্যাপক পতনের কারণে ভারতীয় বাজারেরও তার প্রভাব পড়েছে। গত রাতে মার্কিন বাজারে প্রায় ১ শতাংশের বেশি পতন দেখা গিয়েছে Nasdaq ও S&P 500 সূচকে।
Share Market: কীভাবে বাজার খুলেছে আজকে ?
আজকের ট্রেডিং সেশনের শুরুতেই BSE 30-শেয়ার সূচক সেনসেক্স 5.90 পয়েন্টের সামান্য বৃদ্ধির সঙ্গে 61,630.05-এ খুলেছে। NSE-র 50-শেয়ার সূচক নিফটি 33.60 পয়েন্ট বা 0.18 শতাংশের সামান্য বৃদ্ধির সঙ্গে 18,362.75-তে খুলতে সক্ষম হয়েছে।
Stock Market Opening: সেনসেক্স ও নিফটি শেয়ার
আজ 30টি সেনসেক্স স্টকের মধ্যে, 19টি স্টক লাভের সঙ্গে লেনদেন করছে। অবশিষ্ট 11টি স্টক পতনের সঙ্গে লেনদেন করছে৷ একই সময়ে, নিফটির 50টি স্টকের মধ্যে 35টি উত্থানের সঙ্গে লেনদেন করছে। পাশাপাশি পতন দেখা গিয়েছে 15টি শেয়ারে।
প্রি-ওপেন মার্কেট কেমন ছিল আজ
এদিন প্রি-ওপেন মার্কেট পতনের সঙ্গে বাজারে লেনদেন দেখা গিয়েছে। বাজার খোলার সময় সেনসেক্স প্রায় 130 পয়েন্টের পতনের সঙ্গে লেনদেন করছিল। অন্যদিকে, নিফটি প্রায় 50 পয়েন্টের দুর্বলতার সঙ্গে ব্যবসা শুরু করেছে।
আজ বেড়েছে এই স্টকগুলি
সেনসেক্সে আজ আল্ট্রাটেক সিমেন্ট, আইসিআইসিআই ব্যাঙ্ক, এনটিপিসি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এমঅ্যান্ডএম, ভারতী এয়ারটেল, এলএন্ডটি, ডঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ, পাওয়ারগ্রিড, বাজাজ ফিনসার্ভ, টাইটান, এসবিআই, বাজাজ ফিনান্স, মারুতি, এইচইউএল , এইচডিএফসি ব্যাঙ্ক ইতিবাচক লেনদেন শুরু করেছে।
আজ পড়েছে এই স্টকগুলি
Wipro, Asian Paints, Kotak Mahindra Bank, Tata Steel, Reliance Industries, Nestle Industries, Bajaj Finance, Axis Bank, Infosys, HDFC, HCL Tech, Sun Pharma, Tech Mahindra, TCS, ITC আজ লোকসানের সঙ্গে ব্যবসা শুরু করেছে।
আজ কোন কোন খাতে বৃদ্ধি দেখা যাচ্ছে
আজ ব্যাঙ্ক, অটো, ফিনান্সিয়াল সার্ভিস, মিডিয়া, কনজিউমার ডিউরেবলস, তেল ও গ্যাসের শেয়ারে উত্থান দেখা যাচ্ছে। এর বাইরে এফএমসিজি, আইটি, মেটাল ফার্মা, হেলথকেয়ার, রিয়েলটি সূচকে পতন দেকা গিয়েছে।
সোমবার এফআইআই ও ডিআইআই পরিসংখ্যান
গতকাল অর্থাৎ সোমবার, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অর্থাৎ FII 1089.41 কোটি টাকার ক্রয় করেছে। পাশাপাশি দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অর্থাৎ DII 47.18 কোটি টাকার ক্রয় করতে সক্ষম হয়েছে।