Share Market Update: বুধবার ২ শতাংশের বেশি পতনের পর আজ সবুজে খুলল শেয়ারবাজার। সকাল সাড়ে দশটার মধ্যেই ১.৪৪ শতাংশ বেড়ে যায় নিফটির সূচক। পিছিয়ে থাকেনি সেনসেক্সও। বাজারে ভাল কেনাকাটার কারণে বুলসদের পাল্লা ভারী থাকে।
Stock Market Opening: কীভাবে খোলে বাজার ?
আজ সেনসেক্স 586 পয়েন্টের গ্যাপ আপে 56,255.91 পয়েন্টে খুলেছে। সকাল থেকেই 1 শতাংশের বেশি ওপরে দৌড়চ্ছিল সূচক। বাজার খুলতেই নিফটিও 1 শতাংশের বেশ উঠে যায়। এটি 177 পয়েন্ট বেড়ে 16,854.75 এ খুলতে সক্ষম হয়েছে নিফটির সূচক। বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স 600 পয়েন্ট বেড়েছে।
Share Market Update: নিফটির গতি কেমন?
এদিন নিফটির 50টির মধ্যে 45টি স্টক সবুজ চিহ্নে লেনদেন করছে। পতন দেখা গিয়েছে 5টি স্টকে৷ ব্যাঙ্ক নিফটি 400 পয়েন্ট ওপরে 35655 স্তরে লেনদেন করছে।
Stock Market Update: সেক্টরাল সূচকের অবস্থা
সেক্টরাল ইনডেক্সের কথা বললে, আইটি, ব্যাঙ্কিং ও এফএমসিজি স্টক আজ বাড়তে দেখা যাচ্ছে। ধাতব ও আর্থিক শেয়ারগুলিও ভাল শক্তির সঙ্গে লেনদেন করছে। সেই দিক দিয়ে দেখলে মিডিয়া স্টক আজ নিচে নেমেছে।
Share Market Live: আজকের বাজারে সবুজে রয়েছে যে স্টকগুলি
Hero MotoCorp 3.5 শতাংশ, ONGC 2.99 শতাংশ ও Tech Mahindra 2.56 শতাংশ লাভের সাথে লেনদেন করছে। টাটা স্টিল 2.46 শতাংশের শক্তিতে রয়েছে। সেখানে আইটি সেক্টরে ইনফোসিস 2.05 শতাংশ বৃদ্ধি রেকর্ড করছে৷ আজ নিফটির লুজারদের মধ্যে টাটা কনসোর্টিয়ামে 2.60 শতাংশ পতন দেখা যাচ্ছে। নেসলে 0.84 শতাংশ হ্রাস পাচ্ছে ও টাইটান 0.61 শতাংশ হ্রাস পেয়েছে। অ্যাপোলো হাসপাতাল ও এনটিপিসিও লাল চিহ্নে রয়েছে। তবে বিকেল হতে হতে কোন দিকে সূচক দৌড়বে তা নিয়ে এখনও নিশ্চিত নন বিনিয়োগকারীরা।