Share Market Update: টানা পতনের পর সোমবার থেকেই ঘুরে দাঁড়াচ্ছে ভারতের শেয়ার বাজার। মঙ্গলবার সকাল এগারোটার মধ্যে দেড় শতাংশের বেশি উঠেছে নিফটি, সেনসেক্স। এশীয় বাজারের প্রভাব দেখা গিয়েছে ভারতের বাজারে।


Stock Market Update: কোন সূচকের কী অবস্থা ?
এদিন বাজার খুলতেই গতি দেখায় বুলসরা। ক্রমশই ২ শতাংশের বেশি ওপরে উঠে যায় নিফটি আইটির সূচক। বেশ কয়েকদিন ধরে নিচে থাকার পর ব্যাঙ্ক নিফটিতেও গতি দেখা যায়। যার ফলে HDFC, ICICI-এর মতো বড় স্টকগুলি সবুজে যাত্রা শুরু করে। আইটির ক্ষেত্রে ইনফোসিস, পারসিসট্যান্ট এমনকী লালে থাকা টিসিএসও এক শাতংসের ওপরে ট্রেড করতে শুরু করে।


Share Market Update: আজ যে শেয়ারগুলিতে পতন
এদিন সকালে সিপ্লা 0.9 শতাংশ, সান ফার্মা 0.40 শতাংশ কমেছে। টাটা কনসোর্টিয়ামে 0.37 শতাংশ ও ইনফোসিসে 0.37 শতাংশ দুর্বলতা দেখালেও পরে উঠে গিয়েছে। টেক মাহিন্দ্রাও 0.37 শতাংশ পতনের সাথে ব্যবসা শুরু করে।


Stock Market Update: খোলার আগে বাজার
আজ প্রি-ওপেনিংয়ে, বাজার ভাল বৃদ্ধি দেখেছে। সেনসেক্স 311.35 পয়েন্ট বা 0.59 শতাংশ বৃদ্ধি পেয়ে 53,285-এ ট্রেড করেছে। অন্যদিকে, NSE-র নিফটি 70.30 পয়েন্ট বা 0.44 শতাংশ বেড়ে 15,912.60-এ লেনদেন করছে। পরে যা ১৬,১০০ পয়েন্টে পেরিয়ে যায়। ক্রমশ গতি বাড়িয়েছে নিফটির বুলসরা। যদিও এদিন দেশের বৃহত্তম আইপিও LIC-র শেয়ার মার্কেটে তালিকাভুক্তির দিনেই লাভ পেলেন না আইপিও হোল্ডাররা। 


LIC Share Update: কেন হতাশ বিনিয়োগকারীরা ?
দেশের বৃহত্তম আইপিও এলআইসি-র শেয়ারবাজারে তালিকাভুক্তি নিয়ে এদিন কৌতূহলের শেষ ছিল না। গত 4 মে থেকে 9 মে পর্যন্ত খোলা ছিল এই আইপিও। এদিন নির্ধারিত সময়ে এলআইসির শেয়ারগুলি তালিকাভুক্ত হয়েছে৷ যদিও দেখা যায় LIC-র ইস্যু মূল্য 949 টাকার পরিবর্তে আরও দুর্বল হয়ে পড়ে স্টক। অনেকটাই ছাড়ের সঙ্গে তালিকাভুক্ত হয় এই কোম্পানি। তাই এলআইসি শেয়ারের তালিকা যারা মুনাফার  আশা করেছিলেন তাদের হতাশ হতে হয়।


আরও পড়ুন : Aadhar-Pan Update: এই টাকার লেনদেনে প্যান-আধার বাধ্যতামূলক , এই তারিখ থেকে কার্যকর হবে নিয়ম