Share Market Update: আমেরিকার বাজারের প্রভাব পড়ল ভারতের শেয়ার মার্কেটে। সপ্তাহের শুরুতেই দুর্দান্ত গতি নিল বুলসরা। সকাল সাড়ে ১০ টার মধ্যেই ১৫,৯২৬ পয়েন্ট ছুঁয়ে ফেলল নিফটি। পিছিয়ে থাকেনি সেনসেক্স। ৫৩,৪৯৮ পয়েন্ট উঠে গিয়েছিল সূচক। তবে বাজারের এই গতি দেখেও স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা। জেনে নিন কেন ?


Stock Market Opening: আমেরিকার বাজারের প্রভাবেই এই গতি ?
সম্প্রতি মার্কিন বাজারে এসেছে বড়সড় পরিবর্তন। ডাও জোনস সপ্তাহের শেষ দিনে ২ শতাংশের বেশি উঠে বন্ধ হয়েছে। ন্যাসড্যাকে দেখা গিয়েছে ৩ শতাংশের বেশি 'বুল রান'। তবে কেবল মার্কিন বাজার নয়, বিশ্বের অন্যান্য বাজারেও দেখা গিয়েছে দারুণ গতি। সেই প্রভাব পড়েছে ভারতেও। 


Share Market Update: কেন মার্কিন বাজারে বাউন্স ?
বাজার বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার বাজারের 'বাউন্স ব্যাক' থেকেই ভারতীয় বাজারের সবুজ যাত্রা। সম্প্রতি মার্কিন বাজারে মন্দার আশঙ্কা থেকেই শুরু হয় মহাপতন। একেবারে ৫০ শতাংশের বেশি পড়ে যায় বড় বড় কোম্পানির স্টক। যদিও গতকালই সুখবর পেয়েছে মার্কিন শেয়ার বাজার। যেখানে মন্দা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যার ফলে ভরসা পেয়েছেন বিনিয়োগকারীরা। সেই কারণেই ডাও জোনস থেকে ন্যাসড্যাক সবেতেই বিনিয়োগ শুরু হয়েছে। 


Stock Market Opening: কোন খাতের কী অবস্থা ?


আজকের ট্রেডিংয়ে, নিফটির সব সেক্টরাল সূচকগুলি বুলিশ রয়েছে। আইটি স্টক 2.80 শতাংশ ও মিডিয়া স্টক 1.5 শতাংশ লাফ দিয়েছে। সেই ক্ষেত্রে মেটাল স্টক 1.47 শতাংশ বৃদ্ধি দেখছে। নিফটি ব্যাঙ্ক 1.31 শতাংশ ও ফিন্যান্সিয়াল সার্ভিসেস শেয়ার 1.33 শতাংশ বেড়েছে।


Share Market Update: আজকে যে স্টকগুলি গতি দেখাচ্ছে 


আজকের ট্রেডে নিফটির শেয়ারগুলি খুব বুলিশ রয়েছে। টেক মহিন্দ্রা 4.02 শতাংশ, এইচসিএল টেক 3.68 শতাংশ বেড়েছে। উইপ্রো 2.57 শতাংশ ও ইনফোসিস 2.55 শতাংশ বেড়ে ট্রেড করছে। সেখানে মেটাল খাতে জেএসডব্লিউ স্টিল 2.50 শতাংশ উপরে উঠেছে।


Stock Market Opening: কোন শেয়ারে পতন ?
আজ বেশিরভাগ শেয়ার সবুজে দৌড়লেও হাতে গোনা কিছু শেয়ার ছিল লালে। তার মধ্যে অ্যাপোলো হসপিটালস 0.19 শতাংশ ও আইশার মোটরস 0.09 শতাংশ কমে ট্রেড করছে।


আরও পড়ুন : New Labour Law: কোম্পানি ছাড়ার ২দিনের মধ্যে দিতে হবে বকেয়া, এবার আসছে নতুন নিয়ম !