Stock Market: আজ আবার ভারতের শেয়ার বাজারে নতুন রেকর্ড। শেয়ার বাজারের ইতিহাসে এই প্রথমবার সেনসেক্স (Stock Market Record) সূচক পেরোল ৮৪ হাজারের সীমা। শুক্রবার ২০ সেপ্টেম্বর এই নিয়ে দ্বিতীয়বার সর্বকালীন উচ্চতায় গেল সেনসেক্স, নতুন নতুন শিখরে (Sensex Today) এখন সূচক। আজকের বাজার খুব ধীরগতিতে শুরু হলেও সকাল থেকেই তেজিভাব লক্ষ করা গিয়েছিল আর সকাল সাড়ে দশটার পর থেকেই হু হু করে বাড়তে থাকে সূচকের গতি আর সেনসেক্স পৌঁছে যায় ৮৪ হাজারে।


ধীরগতিতে শুরু হয়েছিল বাজার


আজকের বাজার সকালে খোলার পর ধীরগতিতে শুরু হলেও খানিক উত্থান দেখা গিয়েছিল। বাজারে চাপ ছিল সকালের প্রথম সেশনে। সকাল ৯টা ১৫ নাগাদ সেনসেক্স ৩৫০ পয়েন্ট বেড়ে গিয়েছিল এবং নিফটি ৫০ সূচক বেড়েছিল ১০০ পয়েন্ট। কয়েক মিনিটের মধ্যেই ১৭৫ পয়েন্ট কমে যায় সূচক, নেমে আসে ৮৩ হাজার ৩৭০-এর ঘরে। তারপরই দুরন্ত কামব্যাক সেনসেক্সে।


সেনসেক্স নিফটিতে নতুন রেকর্ড


সকাল ১১টার সময় সেনসেক্স ৮৩,৯৮৫ পয়েন্টে ট্রেড করছিল, ৮১৬ পয়েন্ট বেড়ে গিয়েছিল সেনসেক্স। তাঁর আগে ইন্ট্রাডেতে একবার সেনসেক্স ছুঁয়ে ফেলেছিল ৮৪ হাজারের সীমা। অন্যদিকে নিফটি ৫০ সূচকও সর্বকালীন উচ্চতা ২৫,৬৬৩.৪৫ পয়েন্টে ট্রেড করছিল। সকাল ১১টার সময় ২২৫ পয়েন্ট বেড়ে গিয়েছিল সেনসেক্স, নিফটি। একদিন আগেও গতকাল নয়া রেকর্ড গড়েছিল বাজার। সেনসেক্স প্রথমবার ৮৩,৭৭৬ পয়েন্টে উঠে আসে এবং নিফটিও একইভাবে ২৫,৬১১ পয়েন্টে ট্রেড করতে থাকে। তারপর প্রফিট বুকিংয়ের চাপে খানিক নেমে আসে সূচক।


এই শেয়ারগুলিতে বিপুল মুনাফা আজ


ভারতের শেয়ার বাজারে আজ ব্যাঙ্কিং, আইটি, অটো, মেটালস, এনার্জি স্টকের দাম বাড়তে দেখা যাচ্ছে। এই সব সেক্টরের শেয়ারগুলিতে প্রফিট বুকিং সত্ত্বেও দারুণ গতি এসেছে আজকের বাজারে। সেনসেক্সে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, জেএসডব্লিউ স্টিলের শেয়ার ৪ শতাংশের কাছাকাছি বেড়ে গিয়েছে। মারুতি সুজুকি, টাটা স্টিল, এল অ্যান্ড টি শেয়ারে ২ শতাংশ দাম বাড়তে দেখা গিয়েছে। মাত্র তিনটি শেয়ার অ্যাক্সিস ব্যাঙ্ক, এনটিপিসি এবং টিসিএসের আজ লোকসান দেখা যাচ্ছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Gold Silver Price: সোনার দামে বড় ধাক্কা, আরও বাড়ল দাম ? দেখুন রেটচার্ট