নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি প্রতিকূল। আর এর জেরে ভারতে শেয়ার বাজারের সূচক শুক্রবার নিম্মমুখী। প্রা. সমস্ত সেক্টরেই সূচক পড়েছে। বম্বে স্টক এক্সচেঞ্চের শেয়ার সূতক সেনসেক্স সকাল ৯.২৬ মিনিট নাগাদ ৭৮০ পয়েন্ট বা ১.৩২ শতাংশ পড়ে হয় ৫৮,১৪৬। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটি ২১৮ পয়েন্ট বা ১.২৪ শতাংশ কমে হয় ১৭,৩৮৮।
উল্লেখ্য, গত ৪০ বছরে সবথেকে বেশি পড়ল মার্কিন ডলারের দাম। আমেরিকার শেয়ারবাজার বড় ধাক্কা খেয়েছে গতকাল। মুদ্রাস্ফীতির কারণেই বাজারের এই অবস্থা বলে মত বিশেষজ্ঞদের। বলা হচ্ছে, ১৯৮০-র পর মুদ্রাস্ফীতি আমেরিকায় এতটা ভয়াবহ চেহারা নেয়নি। এর জেরেই মার্কিন ডলারের দাম গত ৪০ বছরে সবথেকে বেশি পড়েছে। এই পরিস্থিতিতে মার্কিন ফেডারেল রিজার্ভের এক আধিকারিকের মন্তব্যে আমেরিকায় সুদের হার বৃদ্ধির সম্ভাবনা আরও বেড়েছে। মার্কিন বাজারের প্রভাব এশিয়ার বাজারেও পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন ফেডারেল রিজার্ভের ওই আধিকারিক আগামী ১ জুলাইয়ের মধ্যে পূর্ণ হারে সুদের হারে বৃদ্ধি চান বলে জানিয়েছেন। মার্কিন শেয়ার বাজারে সূচক গতকাল অনেকটাই পড়েছে।
ভারতের শেয়ার বাজারেও সূচক এদিন নিম্নমুখী। মিড ও স্মল ক্যাপ শেয়ারগুলির লেনদেন নেতিবাচক পথেই হচ্ছে। ফলে নিফটি মিডক্যাপ ১০০ ইনডেক্স ০.৬৩ শতাংশ ও স্মল-ক্যাপ শেয়ারগুলি ০.৬১ শতাংশ পড়েছে।
নির্দিষ্ট করে বলতে গেলে, টেক মাহিন্দ্রা নিফটিতে সবচেয়ে বেশি লাভবান। এই স্টক ২.৮৬ শতাংশ বেড়ে ১,৪২৬.৫৫ টাকা হয়েছে। অন্যদিকে, পিছিয়ে পড়েছে ইনফোসিস, উইপ্রো, বাজাজ ফিনান্স, এইচসিএল টেকের শেয়ার। এর বিপরীতে বিপিসিএল, আইওসি, ওএনসিজি, হিন্দালকো, কোল ইন্ডিয়ার শেয়ার দরে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে।
বিএসই-তে সামগ্রিকভাবে লেনদেন দুর্বল। কারণ, যেখানে ৭২৩ টি শেয়ারের অগ্রহতি ঘটেছে, সেখানে ১,৮৮২ শেয়ারের দর নিম্মমুখী।
৩০ শেয়ার বম্বে স্টক এক্সচেঞ্চ প্ল্যাটফর্মে টেকএম, ইনফোসিস, উইপ্রো, বাজাজ ফিনান্স, এইডিএফসি, ড. রেড্ডিস, এইচসিএল টেক সবচেয়ে বেশি লোকসানে চলছে। কারণ এই শেয়ারগুলি সর্বোচ্চ ২.৮১ শতাংশ পর্যন্ত পড়েছে।