Share Market: বুধবার চরম অস্থিরতার সাক্ষী থাকল ভারতীয় শেয়ার বাজার। সকালে প্রি ওপেনিংয়ে ১.৬৫ শতাংশ পড়ার পরও ঘুরে দাঁড়াল নিফটি, সেনসেক্স। একেবারে তলানি থেকে উঠে দাড়াল দালাল স্ট্রিট। 


সকালের নিচের স্তর খেকে এদিন সেনসেক্স ফের 60,000 এর উপরে বন্ধ হয়েছে। একই সময়ে, নিফটিও 18,000-এর স্তর অতিক্রম করে আজকের ক্লোজিং দেখিয়েছে। লেনদেন বন্ধ থাকলেও বাজার লালে দৌড় থামিয়েছে। আজ ইন্ট্রা ডে-তে নিচের স্তর থেকে দুর্দান্ত লাভ পেয়েছে বিনিয়োগকারীরা। 


Share Market: কোন কোন খাতে বেচাকেনা দেখা গেছে ?


আইটি, অটো, রিয়েলটি স্টকগুলিতে বিক্রি অব্যাহত ছিল। তবে ব্যাঙ্কিংয়ের সঙ্গে ধাতব স্টকগুলির উত্থান বাজারকে পরিচালনা করতে সহায়তা করেছিল। নিফটি ব্যাঙ্ক 500 পয়েন্টের বেশি লাফ দিয়ে বন্ধ হয়েছে।


Stock Market Closing: কীভাবে বাজার বন্ধ হয়েছে ?


আজকের ট্রেডিং ডে-তে BSE সেনসেক্স 224.11 পয়েন্ট বা 0.37 শতাংশ নিচে যাওয়ার পরে 60,346 এ বন্ধ হয়েছে। অন্যদিকে, NSE-এর নিফটি 66.30 পয়েন্ট বা 0.37 শতাংশ কমে 18,003-তে দৌড় থামিয়েছে।


সেনসেক্স ও নিফটির অবস্থা


বিকাল 3.05 পর্যন্ত সেনসেক্সের 30টির মধ্যে 14টি স্টক লাভের সাথে লেনদেন করেছে। বাকি 16টি স্টকের পতনের সাথে লেনদেন করতে দেখা গেছে। অন্যদিকে, নিফটির 50টি স্টকের মধ্যে 19টি উপরে থেকেছে বাকি 31টি স্টক পতনের সঙ্গে লেনদেন করেছে।


সেনসেক্সের সর্বোচ্চ বৃদ্ধি


সেনসেক্সে IndusInd ব্যাঙ্ক 4.28 শতাংশ ও NTPC 2.84 শতাংশ বেড়েছে। বাকি পাওয়ারগ্রিডে 2.47 শতাংশ, এসবিআইতে 2.37 শতাংশ ও কোটাক ব্যাঙ্ক 1.44 শতাংশ লাভের সাথে ব্যবসা বন্ধ হয়েছে।


নিফটির সবচেয়ে বড় ক্ষতি


নিফটিতে ইনফোসিস, টিসিএস, টেক মাহিন্দ্রা , এইচসিএল টেকের সঙ্গে এইচডিএফসি লাইফ, এলঅ্যান্ডটি সবচেয়ে বড় পতনের সঙ্গে ব্যবসা বন্ধ করে দিয়েছে।


আরও পড়ুন : Upcoming Car: লঞ্চের আগেই থারের সঙ্গে তুলনা, মারুতির এই এসইউভি দেবে চমক