Stock Market News: ক্রমাগত পতনের মুখ দেখে চলেছেন ভারতীয় বিনিয়োগকারীরা। শেয়ার বাজারে হাহাকার নেমেছে। রাহুর গ্রাসে ভারতের বাজার, প্রত্যেকদিনই ধস নামছে। বলা হয়েছে পরপর শেয়ার বিক্রি করছেন বিদেশি বিনিয়োগকারীরা। তবে গত এক বছরে বাজারে (Stock Market) যে ব্যাপক হারে মুনাফা দিয়েছে, তাতে বিদেশি বিনিয়োগকারীরা (FII Investment) প্রায় ১ লক্ষ কোটি টাকার মূলধন বাজার থেকে তুলে নিয়েছে। আর তাই এই পতন। তবে আশার আলো জাগাচ্ছে একটি খবরে। জানা গিয়েছে, বিগত চারটি ত্রৈমাসিকে বাছাই করা বেশ কিছু শেয়ারে (Stocks to Buy) টাকা ঢেলেছেন তারা। ফলে এই স্টকগুলি কেনা থাকলে মুনাফার ইঙ্গিত রয়েছে।

Vedanta Limited

বেদান্তা লিমিটেডের ব্যবসা মূলত প্রাকৃতিক সম্পদ যেমন জিঙ্ক, সীসা, তামা, অ্যালুমিনিয়াম, রুপো, তেল ও গ্যাস উৎপাদন করা। গত বছর সংস্থার শেয়ারে বিনিয়োগকারীরা ৪২ শতাংশ রিটার্ন পেয়েছেন। সংস্থার মুনাফা ৭০ শতাংশ বেড়ে ৫০৬০ কোটি টাকা হয়েছে আজকের দিনে। তবে আগের অর্থবর্ষে একই ত্রৈমাসিকে এই মুনাফা ছিল ২৮৬৮ কোটি টাকা। এই শেয়ারে বিদেশি বিনিয়োগ তৃতীয় ত্রৈমাসিকে এসে ৮.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১২ শতাংশ।

Torent Pharmaceuticals

এই ফার্মা কোম্পানি মূলত জেনেরিক ফর্মুলেশন উৎপাদন করে এবং বিক্রি করে। এই সংস্থার শেয়ার গত বছর ১৫ শতাংশ রিটার্ন দিয়েছিল বিনিয়োগকারীদের। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে বিদেশি বিনিয়োগ এই স্টকে ১৪.১৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৬.১৭ শতাংশ। সংস্থার মুনাফাও ১৩.৫ শতাংশ বেড়ে ৫০৩ কোটি টাকা হয়েছে।

Siemens

ইন্ডাস্ট্রি, শক্তি এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে ব্যবসার ক্ষেত্রে বিস্তৃত করেছে সিমেন্স সংস্থা। ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে বিদেশি বিনিয়োগ এই শেয়ারে ৮.২৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.৭ শতাংশ। এই মেয়াদের মধ্যে সিমেন্সের মুনাফা ৪১১ কোটি টাকা থেকে কমে হয়েছে ৩৭২ কোটি টাকা।

Wipro

ভারতের অন্যতম বৃহৎ আইটি সংস্থা উইপ্রোর শেয়ারেও ভরসা রাখছেন বিদেশি বিনিয়োগকারীরা। ২০২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার মুনাফা বেড়ে হয়েছে ৩৩৬৬ কোটি টাকা। ফলে বিদেশি বিনিয়োগের মাত্রাও বেড়েছে। ৬.৯৬ শতাংশ থেকে এই বিনিয়োগ বেড়ে হয়েছে ৭.৮ শতাংশ।

Cholamandalam Investment and Finance

মুরুগাপ্পা গ্রুপের এই বৃহৎ এনবিএফসি সংস্থার মুনাফা বেড়ে হয়েছে ১০৮৭ কোটি টাকা। এই সময়ের মধ্যে এই স্টকে বিদেশি বিনিয়োগকারীরা তাদের স্টেক হোল্ডিং ২৬ শতাংশ থেকে বাড়িয়ে করেছে ২৭.৪ শতাংশ। গত ২ বছরে এই শেয়ার থেকে ৭৭ শতাংশ মুনাফা মিলেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Stocks to Buy: এই স্টক কেনা থাকলে দুঃসংবাদ ! আন্ডারপারফর্মিং রেটিং দিয়েছে CLSA; বিপুল পতনের ইঙ্গিত