কলকাতা: বিশ্ববাজারে শেয়ার বাজারের ভাল পরিস্থিতি, বাণিজ্য সংস্থাগুলির তৃতীয় ত্রৈমাসিকের (Q3 results) ফল বেরনো এবং আরও কিছু বিষয়ের উপর নির্ভর করে মঙ্গলবার ভাল ছবি দেখেছিল ভারতের শেয়ার বাজার। গতকাল উপরে উঠে শেষ করেছিল ভারতের শেয়ার বাজারের (Stock Market) সূচক।
গতকাল নিফটি ৫০ (Nifty 50) সূচক ১৫৭ পয়েন্ট উঠে শেষ করেছিল ২১৯২৯ স্তরে। অন্যদিকে বিএসই সেনসেক্স (BSE Sensex) উঠেছিল ৪৫৪ পয়েন্ট, মঙ্গলবার শেষ করেছিল ৭২১৮৬ স্তরে। ঊর্ধ্বগামী ছিল ব্যাঙ্ক নিফটি (Bank Nifty) সূচকও। ১৩৪ পয়েন্ট উঠে শেষ করেছিল ৪৫৬৯০ স্তরে। সেক্টর ভাগ করে দেখা গেলে মঙ্গলবার অধিকাংশ সেক্টরই উর্ধ্বগামী ছিল। ব্যাঙ্ক ও FMCG- সেক্টর বিনিয়োগকারীদের হতাশ করলেও বাকি সব সেক্টর সবুজ ছিল। মঙ্গলবার সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে Oil and Gas সেক্টর এবং তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি।
এই অবস্থায় স্টক মার্কেটের গতিপ্রকৃতি ভালর দিকেই বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। মঙ্গলবারের ট্রেন্ড (Stock Market Trend Wednesday) যা বলছে তা শেয়ার বাজারের জন্য ভাল ইঙ্গিত বলেই মনে করছেন তাঁরা। যদিও নতুন করে বুল রানের (Bull Run) জন্য আপাতত নিফটি ৫০ সূচকে ২২০০০-এর স্তর পেরনো পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে বিশেষজ্ঞদের একাংশের ধারণা।
এদিন ২১৮০০ থেকে ২১৯০০ জ়োনের মধ্যে নিফটি ৫০-এর সূচক থাকতে পারে। এই সূচকের ক্ষেত্রে রেজিস্ট্যান্স রয়েছে ২২০০০ স্তরে। উল্টোদিকে এই সূচকের ক্ষেত্রে সাপোর্ট জ়োন (Nifty 50 Support Zone) রয়েছে ২১৫০০-স্তরে।
RBI-এর নীতি (RBI Monetary Policy) কী হবে তার দিকেও তাকিয়ে রয়েছেন ছোট-বড় সব বিনিয়োগকারীরা। ব্য়াঙ্ক নিফটির গতিপ্রকৃতি এর উপর অনেকটা নির্ভর করছে। এই সূচক বাজার শেষে ৪৬৫০০ জ়োনের উপর থাকতে হবে, তাহলে পরে এই সূচক আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবারের জন্য নিফটিতে ইমিডিয়েট সাপোর্ট থাকবে ২১৮০০-তে, রেজিস্ট্যান্স দেখা যাবে ২২১০০ স্তরে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আজকের রেঞ্জ থাকতে পারে ৪৫৩০০ থেকে ৪৬২০০ স্তরে।
আজ কোন কোন সংস্থার শেয়ারে নজর রাখা যেতে পারে?
১. Suven Life Sciences: কেনা ১১২ টাকা, টার্গেট ১১৮ টাকা, স্টপ লস ১০৯ টাকা
২. Coforge: কেনা ৬৫৬০ টাকা, টার্গেট ৬৭৪০ টাকা, স্টপ লস ৬৪৬০ টাকা
৩. India Cements: কেনা ২৪১ টাকা, টার্গেট ২৫৪ টাকা, স্টপ লস ২৩৬ টাকা
Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।
আরও পড়ুন: একাধিক ব্যাঙ্কের সার্ভার ডাউন, বিভ্রাট UPI লেনদেনে; ভোগান্তি ব্যবহারকারীদের