Finance News: আর্থিক চাপে পড়ে বন্ধ করেছেন ক্রেডিট কার্ড (Credit Card) ! হঠাৎ এই সিদ্ধান্তে হতে পারে সমস্যা। জানেন, আপানার এই হঠকারী সিদ্ধান্তের জন্য কী ক্ষতি হতে পারে আপনার।
Investment: নেওয়ার সময় ভেবে চিন্তে ক্রেডিট কার্ড (Credit Card) নিলেও বন্ধ করার সময় অনেক ভুল করে থাকি আমরা। যার প্রভাব পড়ে আমাদের আর্থিক জীবনে (Finance)। জেনে নিন, ক্রেডিট কার্ড বন্ধ করার আগে কোন কোন বিষয়গুলি নজরে রাখা উচিত।
Credit Card: অফার সুবিধা না আতঙ্ক
ক্রেডিট কার্ড ইস্যু করার জন্য ব্যাঙ্কগুলির একাধিক অফার দেয়। আজকাল মানুষের কাছে একাধিক ক্রেডিট কার্ড রয়েছে। এই কার্ডগুলি বছরের পর বছর অব্যবহৃত থাকার কারণে অনেক ক্ষেত্রেই ক্রেডিট কার্ড বন্ধ করার কথা বিবেচনা করেন। সাধারণ সিদ্ধান্ত হলেও এর কিছু সম্ভাব্য সমস্যা রয়েছে। জেনে নিন, ক্রেডিট কার্ড বন্ধ করার সঠিক সময় এবং তার প্রভাব।
ক্রেডিট কার্ড বন্ধ করার আগে এগুলি দেখে নিন
অব্যবহৃত ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থাকলে তা বন্ধ করে দেওয়া উচিত। যদি আপনার একাধিক ক্রেডিট কার্ড থাকে সেই ক্ষেত্রে ক্রেডিট কার্ড সামলানো একটা ঝুঁকি থেকে যায়। বিশেষ করে প্রতারণার ঝুঁকি এড়াতে এই কাজ করুন। আপনার অব্যবহৃত ক্রেডিট কার্ডগুলি একটি ফি চার্জ করে। তা কাজে না এলে এগুলি বন্ধ করা উচিত।
আপনি যদি আপনার খরচ নিয়ন্ত্রণ করতে অসমর্থ হন,তাহলে অবশ্যই অব্যবহৃত ক্রেডিট কার্ড বন্ধ করা উচিত। ঋণ নেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত আপনার উপকারে আসতে পারে। কাজে না আসা ক্রেডিট কার্ড বন্ধ করলে আপনি কম সুদে বড় ঋণ নিতে পারেন।
ক্রেডিট কার্ড বন্ধ করলে তার ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার আর্থিক জীবনে। অ্যাকাউন্ট বন্ধ করার সময় যদি ক্রেডিট কার্ডে ব্যালেন্স থাকে, তাহলে ক্রেডিট ব্যবহারের হারে উন্নতি হবে। ক্রেডিট ব্যবহারের হার হল মোট ক্রেডিট সীমার তুলনায় ব্যবহৃত ঋণের পরিমাণ। ক্রেডিট ব্যবহারের হার যত কম হবে,ক্রেডিট স্কোর তত ভাল হবে। দেরি করে ঋণের টাকা জমা দিলে ব্যক্তির ক্রেডিট স্কোরের আরও ক্ষতি হতে পারে।
Smartphone Insurance: চুরি গিয়েছে স্মার্টফোন ! কোন মোবাইলে কত বিমার টাকা পাবেন জানেন ?