Online Food Delivery: অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Swiggy 'One BLCK' নামে তার প্রিমিয়াম সাবক্রিপশন প্ল্যান চালু করেছে। এর লঞ্চ উপলক্ষে সংস্থা বলেছে, এই পরিষেবা শুধু প্রিমিয়াম সাবক্রিপশন প্রোগ্রামের আওতায় পাওয়া যাবে। যারা আরও ভাল পরিষেবা চান, তাদের এই পরিষেবা দেওয়া হবে।


Swiggy Plan:  একজন BLCK সদস্যকে এই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে
যে গ্রাহকরা এতে সাবস্ক্রাইব করবেন, তারা খাবারের সময় বিনামূল্যে ককটেল, কোল্ড ড্রিঙ্কস এবং ডেজার্ট পাবেন। ব্যবহারকারীরা এর সাবস্ক্রিপশনে খাদ্য সামগ্রী সরবরাহের দ্রুত পরিষেবাও পাবেন। এর পাশাপাশি, কোনও সমস্যা হলে গ্রাহকরা তাদের সমস্যাটি সুইগির সেরা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাছে বলার সুযোগ পাবেন। মানে গ্রাহক সেবায় প্রথমে সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। সংস্থাটি আরও দাবি করেছে, যে ব্যবহারকারীরা এটি বেছে নেবেন- তারা সময়মতো ডেলিভারির গ্যারান্টি পাবেন।


Online Food Delivery: অনেক ধরনের সুবিধা পাবেন
আপনি 299 টাকায় তিন মাসের জন্য Swiggy-এর One BLCK পরিষেবাতে সাবস্ক্রাইব করতে পারেন। এটি বেশ কয়েকটি ধাপে বাস্তবায়িত হবে। মেম্বারশিপ পরিষেবা দেশের শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিদের প্রদান করা হবে। এর সুবিধার মধ্যে রয়েছে সীমাহীন বিনামূল্যের খাবার বা গ্রসারি ডেলিভারি এবং অর্ডারের উপর বিশাল ছাড়।


Swiggy-এ তাদের অভিজ্ঞতা আরও উন্নত করতে Swiggy One-এর বর্তমান সদস্যরাও এই পরিষেবাটি আপগ্রেড করতে সক্ষম হবেন। One BLCK হল দেশের একটি সাবস্ক্রিপশন প্ল্যান, যার আওতায় খাদ্য সরবরাহ, দ্রুত ডেলিভারি, ডাইনিং আউটের মতো সমস্ত বিভাগের সুবিধা এক জায়গায় পাওয়া যাবে। এর সদস্যরা অ্যামাজন প্রাইম, হটস্টার, হ্যামলেস, সিনেপোলিসের মতো অন্যান্য শীর্ষ অংশীদারিত্বের ব্র্যান্ডগুলি থেকে আরও ভাল অফার পাবেন।



Online Food Delivery: 'গ্রাহকদের জন্য বিজনেস ক্লাস ওয়ান BLCK'

সুইগির সহ-প্রতিষ্ঠাতা এবং সিজিও ফণী কিষাণ বলেন, "সুইগি ওয়ান বিএলসিকে আমাদের গ্রাহকদের জন্য বিজনেস-ক্লাসের সমতুল্য। এর লঞ্চের মাধ্যমে আমরা সেগমেন্টে প্রিমিয়াম সদস্যপদ বিভাগে একটি নতুন বেঞ্চমার্ক স্থাপন করতে যাচ্ছি।"


ফুড ডেলিভারি প্লাটফর্ম জোম্যাটোর সঙ্গে পাল্লা দিচ্ছে সুইগি। কদিন আগেই বাজারে এসেছে সুইগির শেয়ার। সেই ক্ষেত্রে গ্রাহকদের ভরসা অর্জন করেছে এই অনলাইন ফুড ডেলিভারি প্লাটফর্ম। বর্তমানে গ্রাহকদের পরিষেবা দিতে নিত্য নতুন প্ল্যান এনেছে কোম্পানি।


আরও পড়ুন এখানে:  Mutual Fund : মাসিক SIP মিস করেছেন ? বাউন্স চার্জের জন্য এই নিয়ম করল SEBI