Continues below advertisement

 

Hidden Camera In Bathroom : মহিলাদের হস্টেলের বাথরুমের ভিতরে বসানো ছিল গোপন ক্যামেরা (Tata Ladies Hostel Contro)। সেই খবর প্রকাশ্য়ে আসতেই তোলপাড় শুরু হয়ে গেল টাটা ইলেকট্রনিক্সে (Tata Electronics)। মহিলা কর্মীদের বিক্ষোভের জেরে সরকারি বিবৃতি প্রকাশ করল কোম্পানিজেনে নিন, ঠিক কী বলেছেন সংস্থার মুখপাত্র

Continues below advertisement

কোথায় ঘটেছে এই ঘটনা

তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার টাটা ইলেক্ট্রনিক্সের মহিলা হস্টেলের বাথরুমে বসানো ছিল এই গোপন ক্যামেরা। এই ঘটনার সত্য় সামনে আসতেই মহিলা কর্মীরা বিক্ষোভ দেখান। ইতিমধ্যেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে এই ঘটনায় জড়িত অভিযুক্ত কর্মী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে।

কী বিবৃতি দিয়েছে কোম্পানি

টাটা ইলেকট্রনিক্সের একজন মুখপাত্র ইতিমধ্যেই এই নিয়ে একটি বিবৃতি জারি করেছেন। যেখানে তিনি বলেছেন, "আমাদের কর্মীদের নিরাপত্তা ও গোপনীয়তা কোম্পানি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখে। আমরা এই ঘটনা সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানিয়েছি ও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি।" সংস্থা আরও বলেছে, এখানে সব কর্মীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক কাজের পরিবেশ নিশ্চিত করতে কোম্পানি প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে আমরা এই ধরনের ঘটনাগুলিকে খুব গুরুত্ব সহকারে দেখি।

পুরো ব্যাপারটা কী ?

পুলিশের মতে, টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের নাগামঙ্গলম ইউনিটের মহিলা কর্মচারীদের জন্য একটি হোস্টেল "বিদ্যাল রেসিডেন্সির" একটি বাথরুমে এই গোপন ক্যামেরা লাগানো ছিল। ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন কয়েকজন মহিলা বাথরুমের ভিতরে একটি সন্দেহজনক ডিভাইস দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে মহিলা কর্মীরা নিরাপত্তা বাড়ানোর দাবিতে বিক্ষোভ জানান।

কে এই ঘটনায় জড়িত

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নীলু কুমারী গুপ্তা (২২) ওডিশার বাসিন্দা কে গ্রেফতার করা হয়েছে। তিনি তার প্রেমিক সন্তোষের (২৫) নির্দেশে ক্যামেরাটি ওখানে ইনস্টল করেছিলেন৷ ইতিমধ্যেই সন্তোষকে গ্রেফতার করা হয়েছে বেঙ্গালুরুতে। তদন্তে জানা গেছে, ক্যামেরাটি ২ নভেম্বর মহিলাদের আবাসনের একটি রুমের বাথরুমে ইনস্টল করা হয়েছিল

ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড়

ঘটনার পর মহিলা কর্মচারীরা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। এই ঘটনার পর হোসুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আকৃতি শেঠি এবং পুলিশ সুপার পি থাঙ্গাদুরাই ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা কর্মীদের নিরাপত্তা বৃদ্ধি ও তদন্তে স্বচ্ছতার আশ্বাস দিয়েছেনহস্টেলে মহিলা পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে , যাতে অন্য কোথাও কোনও গোপন ক্যামেরা স্থাপন করা না হয়।

এই হস্টেলে আটটি ব্লক নিয়ে গঠিত ১১ তলা কমপ্লেক্সে ৬০০০ জনের বেশি মহিলা কর্মচারী রয়েছে৷ পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। অভিযুক্ত মহিলা ও তার সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।ক্যামেরা রেকর্ডিংগুলি কোথায় পাঠানো হয়েছিল ও ক্যামেরাগুলি অন্য কোথাও স্থাপন করা হয়েছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।