Tata Group & Bisleri: বিসলেরির জলের 'বড় অংশ' যেতে পারে টাটার হাতে। শোনা যাচ্ছে, টাটা গ্রুপ বিসলেরি ইন্টারন্যাশনালের ব্যবসায়িক অংশীদার হতে পারে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে কোম্পানি। সূত্র জানাচ্ছে, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই চুক্তির সম্পর্কে এখনই কিছু ঘোষণা করতে চাইছে না কোম্পানি।
TATA Group: কী পরিকল্পনা কোম্পানির ?
টাটা কনজিউমার ইতিমধ্যেই হিমালয়ান ব্র্যান্ডের অধীনে বোতলের জল বিক্রি করছে৷টাটা গ্রুপ টাটা কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড (টিসিপিএল) এর ব্যানারে এই ব্যবসা পরিচালনা করে। সংস্থা ইতিমধ্যেই 'হিমালয়ান' ব্র্যান্ডের মাধ্যমে বোতলের জল বিক্রি করে। এ ছাড়াও এটি টাটা কপার প্লাস ওয়াটার ও টাটা গ্লুকোপ্লাস ব্র্যান্ডের মালিক। অনুমান করা হচ্ছে, টিসিপিএল তার বোতলের জলের ব্যবসাকে শক্তিশালী করতে বিসলেরি ব্র্যান্ডের অংশ নিতে চাইছে।
Tata Group & Bisleri: কী বলছে কোম্পানি ?
এই খবর প্রসঙ্গে টিসিপিএল ও বিসলেরি ইন্টারন্যাশনাল উভয়ই মন্তব্য করতে অস্বীকার করে। বিসলেরির একজন মুখপাত্র বলেছেন, "কোম্পানি বাজারের জল্পনা নিয়ে মন্তব্য করতে চায় না।" বাজার বিশেষজ্ঞদের মতে, চুক্তিটি হলে টাটা গ্রুপের এফএমসিজি কোম্পানি টিসিপিএল দ্রুত বর্ধনশীল বোতলের জলের ব্যবসায় আরও বড় ভূমিকা পালন করতে পারবে।
TATA Group: বোতলের জলের বাজারে বিসলেরির আধিপত্য
বাজার গবেষণা ও উপদেষ্টা টেকসাই রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে দেশের বোতলের জলের বাজার ছিল প্রায় ১৯,৩১৫ কোটি টাকা। মানুষের মধ্যে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সচেতনতা বৃদ্ধির কারণে বাজারটি বার্ষিক ১৩.২৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এই বাজারে শুধু বিসলেরিরই আধিপত্য। কোকা-কোলার ব্র্যান্ড কিনলে, পেপসিকোর অ্যাকুয়াফিনা, পার্লে এগ্রোর বেইলি ও আইআরসিটিসির ব্র্যান্ড রেল নীরেরও এই বাজারে শক্তিশালী উপস্থিতি রয়েছে।
বর্তমানে দেশের শেয়ার বাজারে টাটা কনজুমারস বেশ উঠতি স্টক হিসাবে পরিচিতি লাভ করেছে। কনজুমার মার্কেটে ব্যবসা আরও ছড়াচ্ছে টাটা গ্রুপ। সেই কারণে প্রতি কোয়ার্টারে ভাল রিটার্ন দিচ্ছে কোম্পানি। যার ফলস্বরূপ বেড়েই চলেছে এই স্টক। কিছুদিন আগেও ৭০০-র গণ্ডিতে থাকলেও এবার ৮০০ পেরিয়ে ৯০০ ছাড়াচ্ছে এই শেয়ার। ফলে ভাল মুনাফার মুখে দেখছেন বিনিয়াগকারীরা।