Tata Group Multibagger Share: শেয়ার বাজারে বিনিয়োগ একদিকে ঝুঁকিপূর্ণ। অনেকেই এতে টাকা বিনিয়োগ করেন, কিন্তু এর বিনিময়ে মুনাফা অর্জনের ক্ষেত্রে ঝুঁকি থেকেই যায়। অনেকে এই ঝুঁকির কারণে শেয়ার বাজারে (Multibagger Stock) বিনিয়োগ করেন না। কিন্তু এই ঝুঁকি দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে একেবারেই কমে যায়। আর এমনি একটি পরিচিত স্টকে (Stock Market News) দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীরা কোটিপতি হয়েছেন। ৫৮ হাজার শতাংশ রিটার্ন এসেছে এই স্টকে। টাটা গ্রুপের এই সংস্থার নাম ট্রেন্ট যার নাম অনেকেই শুনেছেন। জুডিও এবং ওয়েস্টসাইড নামের পোশাক ব্র্যান্ড পরিচালনা করে এই সংস্থা। অত্যন্ত জনপ্রিয় এই ফ্যাশন ব্র্যান্ডের স্টকেই মাল্টিব্যাগার রিটার্ন এসেছে।

এই স্টকেই সম্ভাবনা রয়েছে

প্রায় ২৬ বছর আগে ১৯৯৯ সালে ট্রেন্টের স্টকের দাম ছিল মাত্র ১০ টাকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই স্টক ৮৩০০ টাকায় বেড়ে যায়। অর্থাৎ এই স্টকে বিনিয়োগকারীরা ৫৮০০০ শতাংশ মুনাফা পেয়েছেন। বাজার বিশেষজ্ঞরা (Multibagger Stock) বলছেন যে এই স্টকে এখনও অনেক সম্ভাবনা রয়েছে। এই স্টকের প্রবণতা রয়েছে মাল্টিব্যাগার রিটার্নের। এই অবস্থায় বিনিয়োগকারীরা যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাহলে আগামীতে ভাল মুনাফা পেতে পারেন।

১০ টাকার শেয়ার থেকেই কোটিপতি হয়েছেন বিনিয়োগকারীরা

এই বছর ট্রেন্ট সংস্থার শেয়ারের দাম ১৮ শতাংশ কমেছে। তবে ২০২৪ সালের অক্টোবর মাসে এই শেয়ারের দাম বেড়ে ৮৩৪৫ টাকায় দাঁড়িয়েছে। কিন্তু এই বছর তা কমে আবার ৪৬০০ টাকায় নেমে এসেছে। আজ ১২ জুন যদিও এই ট্রেন্ট সংস্থার শেয়ারের দাম ৫৭০০ টাকার আশেপাশে ট্রেড করছে। গত ৫ বছরে ট্রেন্ট সংস্থার এই শেয়ারের দাম ৯০০ শতাংশের কাছাকাছি মুনাফা দিয়েছে। মার্চ ত্রৈমাসিকে এই সংস্থার নিট মুনাফা হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। আর ব্রোকারেজ ফার্ম ম্যাককোয়ারি এই স্টকে চমৎকার রেটিং দিয়েছে, এর লক্ষ্যমাত্রা ৭ হাজার টাকা নির্ধারণ করেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)