Share Market: টাটা গ্রুপের শেয়ারে হঠাৎ করেই গতি দেখা যাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শেয়ারের (Tata Shares) দাম। টাটা কনজিউমার প্রোডাক্ট, টাটা স্টিলের দাম ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে, এছাড়া টাটা এলেক্সি, টাটা স্টিল, টাটা মোটরস, টিসিএস ইত্যাদি স্টকেও বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এদিন বৃহস্পতিবারের বাজারে টাটা সন্স সংস্থার আইপিও আসার খবরেই এই দাম বাড়তে থাকে টাটা গ্রুপের শেয়ারের।


কিছুদিনের মধ্যেই টাটা সন্সের (Tata Sons IPO) শেয়ার বাজারে লিস্টিং হওয়ার জন্য প্রস্তুতি পর্ব শুরু হবে। তবে তাঁর আগে এর জটিল গ্রুপ হোল্ডিং কাঠামো পরিবর্তিত হবে, নথিভুক্ত হোল্ডিং সংস্থার মধ্যে কিছু সংস্থা তাঁদের স্টেক লিকুইডেট করে দেবে।


কবে আসবে টাটা সন্সের আইপিও


২০২৩ সালে টাটা কোম্পানিগুলির প্রোমোটার এবং মূল ইনভেস্টমেন্ট হোল্ডিং কোম্পানি টাটা সন্সকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আপার লেয়ার নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি হিসেবে চিহ্নিত করেছিল। আর রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী এই ধরনের কোনও সংস্থা রিজার্ভ ব্যাঙ্কে প্রস্তাব আনার তিন বছরের মধ্যেই বাজারে নথিভুক্ত হতে হবে। এর অর্থ হল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই টাটা সন্স (Tata Sons IPO) নথিভুক্ত হবে ভারতীয় শেয়ার বাজারে।


টাটা সন্সের এই আইপিও বহুপ্রত্যাশিত, আর এটাই এখনও পর্যন্ত ভারতের সবথেকে বড় আইপিও হতে চলেছে। শুধু টাটার ইতিহাসে নয়, বরং শেয়ার বাজারের ইতিহাসে সবথেকে বড় আইপিও হতে চলেছে এই টাটা সন্সের আইপিও।


কোন কোন শেয়ারে দাম বেড়েছে


টাটা মোটরসের শেয়ারে এদিন ২ শতাংশ দাম বাড়তে দেখা যায়। যেহেতু এই সংস্থা আগামী এপ্রিল মাস থেকে এর যাত্রীবাহী যানের দাম ২ শতাংশ বাড়াবে বলে জানিয়েছে, সেই সুবাদেই সংস্থার (Tata Shares) শেয়ারের দাম বাড়তে দেখা যায়। অন্যদিকে টাটা কেমিক্যালসের শেয়ার ১৪ শতাংশ বেড়ে এদিন ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা ১৩৪৯ টাকা ছুঁয়ে ফেলে। পরপর ৬টি সেশনে দাম বাড়তে দেখা যায় টাটা শেয়ারের। টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের শেয়ার এদিন ৫ শতাংশ বাড়ে। গত এক মাসে এই সংস্থার শেয়ার ৭৪ শতাংশ বেড়েছে। শেষ এক বছরে এই সংস্থার শেয়ারে এসেছে ৩৮০ শতাংশ রিটার্ন।


অন্যদিকে টাটা কনজিউমার প্রোডাক্ট ও টাটা স্টিলের শেয়ারের দাম এদিন ৪ শতাংশ বাড়তে দেখা যায়। এছাড়া টাটা এলেক্সি, টাটা স্টিল, ভোল্টাস, ট্রেন্ট, টাটা মোটরস, টাটা কনসালটেন্সি সার্ভিসের শেয়ারে ১-৪ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা যায়।


আরও পড়ুন: Stock Market: শিবরাত্রির দিনে বাজার কি খোলা ? কী হবে কাল ?