Tata Steel Stopping Business With Russia: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই বড় সিদ্ধান্ত নিল টাটা স্টিল। কোম্পানি জানিয়েছে, তারা রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করছে। বুধবারই সরকারিভাবে এই কথা জানিয়েছে ভারতের এই ইস্পাত কোম্পানি।


Tata Steel Update: যুদ্ধের কারণে এই সিদ্ধান্ত


ভারতের এই স্টিল জায়ান্টের ইউরোপীয় শাখা জানিয়েছে,কোম্পানি রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করছে। মূলত, রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে টাটা স্টিলের কোনও কাজ বা কর্মচারী নেই রাশিয়ায়। তাই সচতনভাবেই রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Tata Steel Update: কাঁচামাল সরবরাহ


টাটা স্টিল এক বিবৃতিতে জানিয়েছে, ভারত, ব্রিটেন ও নেদারল্যান্ডে কোম্পানির সব ইস্পাত উত্পাদনের সাইট রাশিয়ার উপর তাদের নির্ভরতা দূর করতে কাঁচামালের বিকল্প সরবরাহের ব্যবস্থা করেছে। আগামী দিনেও সেই অনুযায়ী প্লান্টের কাজ চলবে।


Tata Steel Update: কোম্পানিটি শেয়ার বিতরণের কথা ভাবছে


টাটা স্টিলের পরিচালনা পর্ষদ 3 মে কোম্পানির শেয়ার বিতরণের প্রস্তাব বিবেচনা করবে। সম্প্রতি এই তথ্য জানিয়েছে কোম্পানি। টাটা স্টিবের তরফে বলা হয়েছে, 31 মার্চ, 2022-এ শেষ হওয়া আর্থিক বছরের ফলাফল বিবেচনা করার জন্য তার পরিচালনা পর্ষদ 3 মে বৈঠক করবে। সংস্থাটি বলেছে সভায়, পরিচালনা পর্ষদের নির্ধারিত পদ্ধতিতে 10 টাকার ফেস ভ্যালু অনুযায়ী শেয়ারগুলি ভাগ করার কথা বিবেচনা করা হবে। এ জন্য নিয়ন্ত্রক অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নেওয়া হবে। সভায়, পরিচালনা পর্ষদ 2021-22 আর্থিক বছরের জন্য লভ্যাংশের সুপারিশ করতে পারে।


Tata Steel Update: টাটার স্টকের দাম বাড়বে ?
শোনা যাচ্ছে, টাটা স্টিলের টাটা স্টিলের স্টক স্প্লিট হলে বাড়তে পারে কোম্পানির শেয়ারের চাহিদা। সেই অনুযায়ী ভেবেচিন্তেই এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে কোম্পানি। সেই ক্ষেত্রে নতুনকরে টাটা স্টিলের শেয়ারের দর বাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। 


আরও পড়ুন : PM Mudra Loan: এই সরকারি প্রকল্পের আওতায় পাবেন ৫০,০০০ থেকে ১০ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন জানেন ?