IPO: সুনাম ধরে রাখল টাটা গ্রুপ Tata Group । বুধবার টাটা টেকনোলজিসের আইপিও(Tata Technologies IPO) খুলতে হামলে পড়ে বিনিয়োগকারীরা (Investment)। মাত্র ৪০ মিনিটের মধ্য়েই বিক্রি হয়ে যায় বিপুল অঙ্কের শেয়ার(Share Market)।
আইপিও ওপেন হতেই দুরন্ত সাড়া
আজ শেয়ার বাজারে টাটা টেকনোলজিসের আইপিও খুলতেই তা দ্রুত গতিতে সাবস্ক্রাইব হতে শুরু করে। সকালের সেশনেই ৩০৪২.৫ কোটি টাকার মূলধন তোলা শুরু করে দেয় কোম্পানি। প্রায় সাড়ে চার কোটির শেয়ার অফার ফর সেলে আজ বিক্রির জন্য খুলে দেওয়া হয়। যা প্রায় ৪০ মিনিটের মধ্যে সাবস্ক্রাইব হয়ে যায়।
টাটা গ্রুপের কোম্পানি টাটা টেকনোলজিসের আইপিও শেয়ারবাজারে দারুণ সাড়া পাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ বুধবার সাবস্ক্রিপশনের জন্য খোলা হয়েছে বহু প্রতীক্ষিত এই আইপিও। আইপিও খোলার সাথে সাথেই বাজারে বিনিয়োগকারীরা এতে ঝাঁপিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই এটি সম্পূর্ণরূপে সাবক্রাইব হয়ে যায়। বিডিং শুরু হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আইপিও সম্পূর্ণরূপে সাবস্ক্রাইব হয়ে গেছে।
খুচরো বিভাগে সাবস্ক্রিপশনমাত্র এক ঘণ্টা পর সব ক্যাটাগরিতেই অন্তত একশো শতাংশ সাবস্ক্রিপশন পেয়েছে কোম্পানি। প্রথম এক ঘণ্টায় সর্বোচ্চ 2.13 বার সাবস্ক্রিপশন অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিভাগে এসেছে। যেখানে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ক্যাটাগরি প্রথম ঘণ্টায় ১৯৮ শতাংশ সাবস্ক্রাইব করেছে। এই আইপিওর পিছনে খুচরা বিনিয়োগকারীদের ভিড় কম ছিল না। এই অংশটি এক ঘণ্টায় 135 শতাংশ সাবস্ক্রাইব হয়েছে।
বিনিয়োগকারীরা অপেক্ষায় ছিলেনআসলে, টাটা গ্রুপ দুই দশক পর প্রথমবার আইপিও নিয়ে এসেছে। এর আগে টাটা গ্রুপ শেষবার টিসিএস-এর আইপিও চালু করেছিল 2002 সালে, যা এখন দেশীয় স্টক মার্কেটে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি হয়ে উঠেছে। টাটা গ্রুপের অনেক শেয়ার বাজারে ভালো পারফর্ম করেছে। স্বাভাবিকভাবেই টাটা গ্রুপের এই আইপিওতে বিনিয়োগকারীদের নজর ছিল।
টাটা টেক আইপিওআজ থেকে খোলা এই আইপিওটি 24 নভেম্বর পর্যন্ত বিডিংয়ের জন্য উন্মুক্ত থাকবে। এই আইপিওর জন্য 475 থেকে 500 টাকার প্রাইস ব্যান্ড নির্ধারণ করা হয়েছে। একটি আইপিওতে টাটা টেকের 30টি শেয়ার রয়েছে৷ তার মানে এই আইপিওতে বিনিয়োগ করতে একজন খুচরা বিনিয়োগকারীর কমপক্ষে 15,000 টাকা প্রয়োজন। 30শে নভেম্বর টাটা টেকের শেয়ার বরাদ্দ করা হবে৷ বাজারে শেয়ার তালিকাভুক্তি হবে ৫ ডিসেম্বর।
লেনদেন শুরু হবে ৫ ডিসেম্বর থেকেএই সপ্তাহের শেষ দিনে অর্থাৎ 24শে নভেম্বর বিডিং বন্ধ করার পর 30শে নভেম্বর টাটা টেক শেয়ার বরাদ্দ করা হবে৷ যে বিনিয়োগকারীরা IPO-তে ইউনিট পাবেন না, তাদের জন্য 1 ডিসেম্বরে ফেরত দেওয়া শুরু হবে। 4 ডিসেম্বর সফল দরদাতাদের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার জমা হবে। স্টক মার্কেটে টাটা টেকনোলজিসের শেয়ার 5 ডিসেম্বর লিস্টিং হবে।
এখন কী করবেন যারা এই আইপিও পাবেন না,তাদের হা-হুতাশ করার কিছুই নেই। বাজারের গতির সঙ্গে এই স্টকও ওঠানামা করবে। তাই লিস্টিংয়ের পর সাপোর্ট বুধে ফের বিনিয়োগ করতে পারেন এতে। যা আপনাকে লাভবান করতে পারে। তবে এর সঙ্গে মাতয়া রাখতে হবে এর নেতিবাচক বিষয়গুলিও।
নেতিবাচক বিষয়গুলিও জানা উচিত
টাটা টেকনোলজিসের এই আইপিওর ভিত্তি টাটা মোটরস লিমিটেড (TML) ও জাগুয়ার ল্যান্ড রোভারের (JLR)টোটাল অপারেটিং ইনকাম ( TOI)-এর প্রায় 40 শতাংশ। কোনও কোম্পানির ক্ষেত্রে এরকম বিশেষ কিছুর ওপর রাজস্ব নির্ভর করলে তা চিন্তার বিষয়।
এই ক্ষেত্রে কোম্পানির আয় অটো সেগমেন্টের ক্লায়েন্টদের ওপর অত্যন্ত নির্ভরশীল। যা কখনোই একটি সুস্থ সংস্থার ক্ষেত্রে সুখকর নয়।
Multibagger Stocks: এক বছরে দিয়েছে ৩২৪ শতাংশ পর্যন্ত রিটার্ন,জেনে নিন এই ৬টি স্টকের নাম