কলকাতা: শেয়ার বাজারে (Stock Market) এখন যে IPO-এর দিকে সবচেয়ে বেশি নজর। সেটা  Tata Technologies IPO. আজ, ৩০ নভেম্বর শেয়ার বাজারে লিস্টিং বা তালিকাভুক্ত হয়ে চলেছে Tata Technologies IPO. BSE-এর ওয়েবসাইট থেকে যা তথ্য মিলেছে তাতে এই আইপিও-এর শেয়ার দর আজই বাড়তে পারে। বৃহস্পতিবার BSE এবং NSE-তে বিশেষ pre-open session-এ তালিকাভুক্ত হতে চলেছে টাটা টেকনোলজিসের এই IPO  


এই IPO নিয়ে প্রথম থেকেই তুমুল উৎসাহ দেখা গিয়েছিল বিনিয়োগকারীদের থেকে। ৭০ গুণ বেশি সাবস্ক্রিপশন রেট ছিল এর। সম্ভবত গত ২ দশকে এটাই টাটা গ্রুপের এমন একটি IPO, যেখানে ৩০০০ কোটি টাকার অফার সাইজে দেড় লক্ষ কোটি টাকার বিড পেয়েছে। 


বিশেষজ্ঞদের মতে, Tata Technologies IPO নিয়ে বিনিয়োগকারীদের ভালরকম উৎসাহ রয়েছে, ভাল সাড়াও পাওয়া গিয়েছে। স্ট্রং প্রিমিয়াম হিসেবেই তালিকাভুক্ত হতে পারে এটি। এই আইপিও-নিয়ে বাজারের সার্বিক মনোভাবও অনেকটাই ইতিবাচক বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের একটা অংশ বলছে Tata Technologies IPO- ৩৪০-৩৮০ টাকা দরে গ্রে মার্কেট প্রিমিয়াম লিস্ট হতে পারে। অর্থাৎ বাজারে আসার সময় অনেকটাই বেশি থাকবে এর দর। তালিকাভুক্ত হওয়ার পরে Tata Technologies-এর শেয়ারে ভারীমাত্রায় ট্রেড হতে পারে বলে মনে করা হচ্ছে। যার ফলে প্রথম দিনেই এর শেয়ার দর উপরে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। তেমনটা হলে হাসি ফুটতে পারে বিনিয়োগকারীদের মুখে। 


গ্রে মার্কেট প্রাইস আসলে কী?
যেকোনও পাবলিক অফারের সম্ভাব্য তালিকা মূল্য অনুমান করতে বিনিয়োগকারীরা সাধারণত গ্রে মার্কেট প্রাইস থেকে কিছুটা সাহায্য পান।  মনে রাখা উচিত, GMP শুধুমাত্র বাইরের বাজারের একটি সূচক মাত্র। এটি আসলে একটি আন-এনলিসটেড বা তালিকাবিহীন বাজার। যেখানে আইপিও কতটা সাফল্য পেতে পারে , তা নিয়ে স্ট কের একটি মূল্য নির্ধারিত হয়।


৩০ নভেম্বর GMP-তে Tata Technologies-এর শেয়ার ৩৭৮ টাকায় ট্রেড হয়েছে। যা গতকালের GMP-এর দরের থেকে ৩ টাকা বেশি। ফলে যা ইঙ্গিত মিলছে তাতে Tata Technologies-এর তালিকাভুক্তির দর (Listing Price) ৮৭৮ টাকার আশপাশে হতে পারে।      


(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)


আরও পড়ুন: ফেড ব্যাঙ্কের আইপিওতে বিনিয়োগ করেছেন, লিস্টিংয়ে লাভ হবে না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা