IT Jobs: বিগত এক বছর ধরে আইটি সংস্থাগুলিতে মন্দা চলছিল। প্রচুর কর্মী ছাঁটাই হয়েছে এই সময় পর্বের মধ্যে। তবে এবার ২০২৪ সালের শুরুতে সম্ভবত এই মন্দা দশা (IT Layoffs) কেটেছে। আগের বছর ভারত সহ সারা বিশ্বে শুধু ২ লাখেরও বেশি কর্মী (IT Jobs) কাজ হারিয়েছিলেন আইটি সংস্থা থেকে। আর এই কর্মী ছাঁটাইয়ের ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তার একটা বিরাট ভূমিকা রয়েইছে। তবে এবার অবস্থা খানিক বদলাচ্ছে, আর সেই আবহে নতুন করে নিয়োগের খবর শোনা যাচ্ছে। ভারতের একটি গুরুত্বপূর্ণ আইটি সংস্থা এবারে ৪০ হাজার জন ফ্রেশার নিয়োগ করবে বলে জানা গিয়েছে। সংস্থার নাম টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (TCS Jobs)।


অনবরত নিয়োগ চলবে টিসিএসে


টাটা কনসালট্যান্সি সার্ভিসেস জানিয়েছে শুধু জুন ত্রৈমাসিকেই এই সংস্থায় নিয়োগ করা হয়েছে ৫৪৫২ জন কর্মীকে। আর এর মাধ্যমে সংস্থার মোট কর্মীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৯৯৮ জন। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ পর্যন্ত এই সংস্থা কর্মী নিয়োগ করবে বলে জানা গিয়েছে। টিসিএসের বক্তব্য অনুযায়ী এই অর্থবর্ষের শেষেই সংস্থার মোট কর্মী সংখ্যা দাঁড়াবে সাড়ে ৬ লাখ জন।


ফ্রেশারদের বেশি সুযোগ দেবে সংস্থা


টিসিএসের মুখ্য এইচ আর অফিসার মিনিং লক্কার জানিয়েছেন যে ভারতে ঘরে ঘরে রয়েছে প্রতিভা। আর এটাই টিসিএসের মূল শক্তি বলা চলে। ভবিষ্যতে এই প্রতিভাই সংস্থার বড় সহায়ক হয়ে উঠবে বলে জানিয়েছেন তিনি। এখন যে সমস্ত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলছে তার দরুণ আরও অনেক দক্ষ কর্মী এসে যুক্ত হবেন টিসিএসে। আর এই কারণেই ফ্রেশারদের আরও বেশি সুযোগ দেওয়ার কথা ভাবছে টিসিএস। যুবক-তরুণদের শেখানো হবে ঠিক কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে খাপ খাওয়ানো যায়। প্রযুক্তির বদলের কারণে চাকরির জগতেও বড় বদল এসেছে। এইচ আর অফিসার জানিয়েছেন যে এই সংস্থার কর্মীরা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সিদ্ধহস্ত।


দারুণ ইনক্রিমেন্ট দিয়েছে সংস্থা


সংস্থার পক্ষ থেকে ভাল পারফর্ম করা কর্মীদের ১০-১২ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এছাড়াও অন্যান্য কর্মীরাও ৪.৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত ইনক্রিমেন্ট পেয়েছেন। ৪ লাখেরও বেশি কর্মীকে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষণ দেওয়া হবে এই সংস্থায়। কর্মীরাও এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে খুবই উপকৃত হয়েছেন। সংস্থার ৭০ শতাংশেরও বেশি কর্মী এখন অফিসে গিয়েই কাজ করছেন টিসিএসে, এমনটাই জানা গিয়েছে।


আরও পড়ুন: Petrol Diesel Price: BJP-শাসিত রাজ্যে দাম কমল জ্বালানির, কী দরে বিকোচ্ছে আজ বাংলার পেট্রোল পাম্পগুলি ?