TCS Ranks Second: বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান আইটি ব্র্যান্ডের তকমা পেল Tata Consultancy Services (TCS)। ব্র্যান্ড ফাইন্যান্স ২০২২ রিপোর্ট অনুসারে এই অন্যতম সেরার শিরোপা পেয়েছে টাটা গ্রুপের কোম্পানি। বিশ্বব্যাপী আইটি পরিষেবা খ্যাত হওয়ার জন্যই এই মান পেয়েছে সংস্থা।


রিপোর্টে বলা হয়েছে, এই তালিকায় সবার ওপরে নাম রয়েছে Accenture-এর। বিশ্বের সবচেয়ে মূল্যবান ও শক্তিশালী আইটি পরিষেবা ব্র্যান্ডের শিরোনাম ধরে রেখেছে এই কোম্পানি। রেকর্ড ৩৬.২ বিলিয়ন ডলারের ব্র্যান্ড ভ্যালু ধরে রেখেছে কোম্পানি। TCS-এর পরে Infosys হয়েছে তৃতীয় বৃহত্তম গ্লোবাল আইটি ব্র্যান্ড। গত বছর থেকে ৫২ শতাংশ ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি হয়েছে এই সংস্থার। পাশাপাশি ২০২০ সাল থেকে ৮০ শতাংশ ১২.৮ বিলিয়ন ডলারের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সক্ষম হয়েছে কোম্পানি।


TCS ও Infosys ছাড়াও আরও চারটি ভারতীয় ব্র্যান্ড রয়েছে বিশ্বব্যাপী সেরা আইটি পরিষেবার ক্লাবে। ব্র্যান্ড ফাইন্যান্সের রিপোর্ট অনুসারে, Wipro (7th), HCL (8th), Tech Mahindra (15th) ও LTI (22nd) স্থানে রয়েছে। রিপোর্ট বলছে, ২০২০-২০২২ সালের  মধ্যে শীর্ষ ১০টি দ্রুত বর্ধনশীল আইটি পরিষেবা ব্র্যান্ডের মধ্যে ৬টি ভারতীয় ব্র্যান্ড স্থান পেয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, ভারতীয় আইটি পরিষেবা ব্র্যান্ডগুলি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত গড় বৃদ্ধি ৫১ শতাংশ বেড়েছে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলির তুলনামূলকভাবে ৭ শতাংশ হ্রাস পেয়েছে। 


বিশ্বব্যাপী অর্থনীতি জুড়ে ডিজিটালাইজেশনের প্রবণতা ভারতের মধ্যে আইটি পরিষেবা হাবগুলির সম্প্রসারণকে আরও সহজতর করেছে৷ বর্তমানে শক্তিশালী আইটি পরিষেবা ব্র্যান্ডগুলি ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা বিশ্লেষণ ও ইন্টারনেট অফ থিংস (IoT) এর জন্য পরিকাঠামো তৈরিতে একটা বড় ভূমিকা পালন করছে। যার ফলে ক্রমশই লাভের মুখ দেখছে ভারতীয় আইটি কোম্পানিগুলি।


রিপোর্ট বলছে, আইবিএম এই তালিকায় চতুর্থ স্থানে নেমে এসেছে।  ইতিমধ্যেই কোম্পানির সাফল্য নিয়ে মুখ খুলেছে TCS। কোম্পানির তরফে বলা হয়েছে, এই বৃদ্ধির জন্য কোম্পানির ব্র্যান্ড, কর্মীদের শ্রম, গ্রাহক তথা ইক্যুইটি হোল্ডারদের অবদান রয়েছে।