Income Tax: ২০২৫-২৬ অর্থবর্ষ শুরু হবে আগামী ১ এপ্রিল থেকেই আর এই নতুন অর্থবর্ষে টিডিএসের নিয়ম কিছু বদলে যেতে চলেছে। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়করের নিয়মে বেশ কিছু বদল এনেছেন এবারের পূর্ণাঙ্গ বাজেটে। আর এই সমস্ত পরিবর্তনের (Income Tax) মধ্যেই টিডিএসের কিছু নিয়মও বদলে যেতে চলেছে। এর মাধ্যমে প্রবীণ নাগরিক, বিনিয়োগকারী, কমিশন উপার্জনকারীদের আয় রোজগারেও (TDS Rules) বেশ কিছু বদল হবে। আর এতে ট্যাক্সের চাপও অনেকটা কমবে।


আর সবথেকে বড় বদল হবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে, ফিক্সড ডিপোজিটে অর্জিত সুদের উপর ১ লক্ষ টাকা পর্যন্ত টিডিএসে ছাড় পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রবীণ নাগরিকরা রেকারিং ডিপোজিট সহ (Income Tax) অন্যান্য নিশ্চিত বিনিয়োগের মাধ্যমেও একইভাবে এই টিডিএসে ছাড় পাওয়া যাবে। আর এর ফলে যে সমস্ত প্রবীণ নাগরিকরা স্থায়ী আমানতের সুদের উপরেই জীবন নির্বাহ করেন, তাদের অনেক উপকার হবে।


তবে অন্যদিকে সাধারণ মানুষদের ক্ষেত্রে টিডিএসের (TDS Rules) ছাড়ের মাত্রা ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। এর অর্থ হল কোনও ব্যক্তির স্থায়ী আমানত থেকে সুদের পরিমাণ যদি বছরে ৫০ হাজার টাকা ছাড়িয়ে যায়, তাহলেই একমাত্র ব্যাঙ্কের পক্ষ থেকে টিডিএস কাটা হবে। আর এর ফলে সুদের আয়েই যাদের জীবন চলে তাদের ক্ষেত্রে অনেকটাই সুরাহা হবে।


গেমিং দুনিয়াতেও টিডিএসের নিয়মে বড় বদল আসবে। গেমিং থেকে রোজগারে কারও যদি একবারে ১০ হাজার টাকার বেশি উপার্জন হয়, তাহলে ১০ হাজার টাকার অতিরিক্ত আয়ের উপর টিডিএস কাটা হবে। অর্থাৎ কোনও ব্যক্তি যদি বারেবারে ৮ হাজার টাকা উপার্জন করে, তাহলেও তার উপর টিডিএস কাটা হবে না। একমাত্র একবারে ১০ হাজার টাকার উপার্জনের উপরেই টিডিএস ধার্য করা হবে।


ফিক্সড ডিপোজিটে সুদের আয় ৫০ হাজারের (Income Tax) বেশি হলেই ব্যাঙ্কগুলি টিডিএস কাটবে ও আয়কর বিভাগকে জানাবে। ব্যাঙ্কের প্যান কার্ড নম্বর থাকলে ১০ শতাংশ টিডিএস কাটা হয়। ব্যাঙ্কের যদি প্যান কার্ড না থাকে, তাহলে ফিক্সড ডিপোজিটে সুদের করযোগ্য আয়ের উপর ২০ শতাংশ টিডিএস কাটা হয়। ৬০ বছরের কম বয়সী সকলেই এর সুবিধা পাবেন।