Job Loss Update: বিশ্বব্যাপী মন্দার আবহে প্রচুর কর্মী ছাঁটাই শুরু করেছে বড় কোম্পানিগুলি। বছরের প্রথম ৬ মাসে বিশ্বব্যাপী চাকরির সঙ্কট তৈরি হয়েছে। রিপোর্ট বলছে, বছরের প্রথম ছয় মাসে বিশ্বে ২.১২ লক্ষেরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন। বড় প্রযুক্তি সংস্থা হোক বা স্টার্টআপ, তাদের সবার অবস্থা একই।


Layoffs: এখন পর্যন্ত ২.২১ লক্ষ কর্মীকে ছাঁটাই করা হয়েছে
ছাঁটাই সংক্রান্ত ট্র্যাকিং সাইট Layoffs-এর মতে, এই তথ্য পাওয়া গিয়েছে।  তথ্য বলছে, 2023 সালের 30 জুনের মধ্যে 819 টেক কোম্পানির মধ্যে 212,221 কর্মীকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যার মধ্যে 1.61 লাখ কর্মচারী 1046 প্রযুক্তি কোম্পানি থেকে ছাঁটাই করা হয়েছে। পরিসংখ্যান বলছে, 2022 ও 2023 সালের 30 জুন পর্যন্ত মোট 3.8 লক্ষ কর্মচারী ছাঁটাই করা হয়েছে।


Job Loss Update: কোম্পানিতে ছাঁটাইয়ের কারণ কী?
বড় প্রযুক্তি কোম্পানি থেকে শুরু করে ছোট স্টার্টআপ, তারা সবাই ছাঁটাইয়ের একই কারণ দিয়েছে। এর মধ্যে প্রধানত অতিরিক্ত নিয়োগ, অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থা ও কোভিড-১৯ মহামারীর প্রভাবকেই মূল কারণ বলা হয়েছে।


ভারতেও এর প্রভাব দেখা যাচ্ছে
এই ছাঁটাই ভারতীয় প্রযুক্তি ইকোসিস্টেমেও প্রভাব ফেলেছে। এখনও পর্যন্ত 11 হাজারেরও বেশি ভারতীয় স্টার্টআপ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি। বিশ্বব্যাপী ছাঁটাই ভারতে মোট ৫ শতাংশ। অন্য তথ্য অনুসারে, যেহেতু কোম্পানিগুলি 2022 সালে একটি কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই ছাঁটাইয়ের সময় শুরু হয়েছে। এখনও পর্যন্ত 102টি ভারতীয় স্টার্টআপে 27,000 টিরও বেশি কর্মচারী চাকরি হারিয়েছে। তাদের মধ্যে সাতটি ইউনিকর্ন এডটেক সহ 22টি edtech স্টার্টআপ রয়েছে যা প্রায় 10,000 কর্মী ছাঁটাই করেছে৷


Job Loss Update: এই বছর কোন নতুন ইউনিকর্ন শুরু হয়নি
গত বছরের জানুয়ারি-জুন মাসের তুলনায় এ বছর এখনও পর্যন্ত ৭০ শতাংশের বেশি তহবিল কমেছে। যে কারণে 2023 সালের জানুয়ারি-জুন প্রথম ছয় মাসে দেশে একটিও নতুন ইউনিকর্ন তৈরি হয়নি।  কোম্পানিগুলি অর্থনৈতিক মন্দার কারণে আরও সতর্ক পদক্ষেপ নিচ্ছে।


Xiaomi India Layoffs: শাওমি ইন্ডিয়া (Xiaomi India) সম্ভবত কর্মী ছাঁটাইয়ের (Layoff) পথে হাঁটতে চলেছে। সূত্রের খবর, সংস্থা চাইছে তাদের কর্মী সংখ্যা ১০০০- এর কম থাকুক। আর সেই জন্যই হয়তো কর্মী ছাঁটাই করতে পারে শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে উল্লেখ্য, গত অর্থবর্ষের দুই ত্রৈমাসিক অনুসারে ভারতে শাওমির মোবাইল মার্কেট শেয়ার নিম্নগামী হয়েছে। সেই কারণে সংস্থার কার্যকলাপ পুনর্গঠনের চেষ্টাও চালাবে শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ। পরিসংখ্যান অনুসারে, গত কয়েক সপ্তাহে শাওমি ইন্ডিয়া সংস্থা থেকে জনা ৩০ কর্মী চাকরি খুইয়েছেন। আরও বেশি সংখ্যক কর্মীর হাতে রিয়েলমি ইন্ডিয়া কর্তৃপক্ষ পিঙ্ক স্লিপ ধরাবে বলে মনে করানো হচ্ছে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের শুরুতে শাওমি ইন্ডিয়া সংস্থায় ১৪০০ থেকে ১৫০০ কর্মী ছিলেন। 


আরও পড়ুন : Best Small Cap Funds: বাজারকে হার মানাচ্ছে এই ১০টি স্মল ক্যাপ ফান্ড, বছরে ৪৫ শতাংশ পর্যন্ত রিটার্ন