Elon Musk: ভারতের কারখানা গড়ার আবহেই এবার টেসলা (Tesla Layoffs) থেকে এল খারাপ খবর। শীঘ্রই বহু কর্মী ছাঁটাই (Tesla Layoffs) হবে সংস্থায়। সম্প্রতি এরকমই একটি অভ্যন্তরীণ ছাঁটাই মেলে লে-অফের কথা ঘোষণা করেছে কোম্পানি।  


ইমেলে কী বলেছে কে্াম্পানি
কোম্পানি ইন্টারনাল ইমেলে তার বিশ্বব্যাপী কর্মশক্তির ১০ শতাংশের বেশি ছাঁটাই করবে বলে জানিয়েছে। সূত্রের খবর, গত কয়েক মাস ধরে এই বিষয়ে কোম্পানির মধ্যে কথাবার্তা চলছিল। ছাঁটাই দেখে মনে হচ্ছে, হয়তো এক রাউন্ড ছাঁটাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে সংস্থা। শোনা যাচ্ছে, টেসলা পরিচালকমণ্ডলীর সদস্য়দের দলের সদস্যদের রিভিউ অ্যাপ্রাইজাল বন্ধ রাখতে বলেছিলেন। এরফলে কিছু কর্মচারীর বার্ষিক রিভিউ বাতিল করে স্টক রিওয়ার্ড বন্ধ করা হয়েছে। 


কী কাজ বন্ধ করেছে কোম্পানি
টেসলা ইতিমধ্যেই গিগাফ্যাক্টরি সাংহাইতেও উৎপাদন কমিয়ে দিয়েছে। এতদিন গুজব ভাবলেও এখন এই খবরগুলি নিশ্চিত করা হয়েছে। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, মাস্কের পাঠানো একটি কোম্পানি-ব্যাপী ইমেলে সম্প্রতি ফাঁস হয়ে যায়। তারপরই এই বিষয়ে জানা গেছে। কিছু কর্মচারীকে ইতিমধ্যেই সিস্টেমে  লক আউট করা হয়েছে। অন্তত তেমনই রিপোর্ট সামনে আসছে।


১০ শতাংশ না তার বেশি
কিছু রিপোর্টে ১০ শতাংশের কথা বলা হলেও এ বিষয়ে সঠিক শতাংশ জানা যানি। যদি বিশ্বব্যাপী এই ছাঁটাই হয়, তাহলে ১০ শতাংশের বেশি ১৪,০০০ কর্মচারী ছাঁটাই করা হবে। কারণ টেসলার কর্মচারীর সংখ্যা ১৪০,০০০। টেসলার ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব কোথায় পড়বে তা নিয়ে এখন অনেকেই চিন্তিত। 


ইভির পরিসংখ্যান ও পরিচিতি বলছে, কিছুদিন আগে পর্যন্ত সারা বিশ্বে টেসলাই (Tesla in India) ছিল সর্বশ্রেষ্ঠ ইভি নির্মাতা। কিন্তু এবার চিনের ইভি নির্মাতা সংস্থা BYD সেই স্থান দখল করে নিয়েছে কিছুটা। বিক্রির দিক থেকে BYD সংস্থাই উঠে এসেছে ১ নম্বরে। ভারত এখন বিশ্বের মধ্যে ৫ম বৃহত্তম গাড়ির বাজার হয়ে উঠেছে। এমনকী ভারতের বৈদ্যুতিন গাড়ির বাজারের অনেক সম্ভাবনা রয়েছে আগামী দিনে।


ভারত সফরে টেসলার মাস্ক


ভারতে টেসলা সহ বিদেশি গাড়ি নির্মাতা সংস্থাকে গাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারত সরকার। সম্প্রতি নতুন ইভি নীতিতে ভারতে টেসলার আসার পথ প্রশস্ত হয়েছে। এই ইভি নীতি অনুযায়ী ভারতের মাটিতে কারখানা তৈরি করার তিন বছরের মধ্যেই তাঁদের গাড়ি নির্মাণ শুরু করতে হবে।


Stock Market: ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব,বিনিয়োগকারীরা হারাল ৫ লক্ষ কোটি, কারা রইল সেরা 'গেনার'