Tesla India Update: এবার আর রাখঢাক নয়। সরাসরি টেসলার ভারতে আসা নিয়ে মুখ খুললেন মন্ত্রী। কী বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ?


Tesla In India Update: সম্প্রতি সংবাদমাধ্যমে টেসলার ভারতে আসার বিষয়ে খোলাখুলি মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে তিনি বলেন, ''চিনে টেসলা তৈরি করে ভারতে বিক্রি করার যে ধারণা কোম্পানি করছে, তা আমাদের হজম হচ্ছে না। এরপরও এলন মাস্ক দেশে তাঁর বৈদ্যুতিক গাড়ি বিক্রির জন্য কর কমানোর কথা বলছেন।"


Gadkari on Tesla: একটি মিডিয়া সাক্ষাৎকারে গড়করি জানান, তিন-চার দিন আগে টেসলার ভারতীয় শাখার প্রধানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। মন্ত্রী বলেন, ''আমি ওনাকে বোঝানোর চেষ্টা করেছি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার (দেশে তৈরি করা)বিষয়টা ওনার ওপর নির্ভর করে।" ভারতের রাস্তায় টেসলার ইলেকট্রিক কার চলার জন্য 'মাস্কের কোর্টে বল ছাড়েন' কেন্দ্রীয় মন্ত্রী। 


তিনি আরও বলেন, "এখন তার (মাস্কের) আগ্রহ চিনে টেসলা গাড়ি তৈরি করা ও তা ভারতে বিক্রি করা। আপনি যদি এখানে শুরু করেন, আপনাকে স্বাগত জানাই, এই বিষয়ে কোনও সমস্যা নেই। তবে চিনে উৎপাদন করে ভারতে বিক্রি করতে চাইলে তা আমাদের সকলের কাছে হজমযোগ্য হবে না।"


Tesla India launch: সম্প্রতি টেসলার ভারতে আসার বিষয়ে মুখ খুলেছেন ইলন।তিনি জানান, এখনও এই বিষয়ে সরকারের সঙ্গে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাদের। কিছুদিন আগেও দেশের রাস্তায় টেসলার গাড়ির পরীক্ষা হচ্ছে বলে গুজব ছড়িয়েছিল। মাস্কের কথায় সেগুলি যে নেহাত জল্পনা তা প্রমাণিত হল।


অটো ব্লগারদের মতে, ভারতে আসা নিয়ে 'টালবাহানা'র পিছনে টেসলার অন্য কারণ রয়েছে। মূলত, আমদানি শুক্ল কমাতে ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন এলন মাস্ক। এই আমদানি শুল্ক কম বলে গাড়ির দাম কমবে। ফলে ক্রেতাদের কাছে আরও সস্তায় গাড়ি দিতে পারবে টেসলা। আর গাড়ির বিক্রি বাড়লে স্বাভাবিকভাবেই মুনাফা হবে বেশি।  


সূত্রের খবর, প্রথমে ভারতে তাদের Model 3 গাড়ি ইমপোর্টের রাস্তা ধরে বিক্রি করতে চাইছে কোম্পানি। পরবর্তীকালে তারা ভারতে প্লান্ট খুলেতা বিক্রি করার কথা ভাবছে। যদিও টেসালরা এই আবেদনে সাড়া দিচ্ছে না মোদি সরকার। কেন্দ্র চাইছে, প্রথম থেকেই ভারতে তাদের গাড়ি তৈরির কারখানা খুলুক টেসলা। 'মেক ইন ইন্ডিয়া'র রাস্তায় দেশেই শুরু হোক বিদেশের ইউনিট।