Shao Chun Chen: ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের পরামর্শ দিয়েছিলেন, আবার তারপরে আরও খানিক এগিয়ে লারসেন টার্বো সংস্থার চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যম সপ্তাহে ৯০ ঘণ্টা কাজের পরামর্শ দিয়েছিলেন। তবে সাধারণভাবে মানুষ সপ্তাহে কম-বেশি ৪০ ঘণ্টা কাজ করে। তবে এমন একজন ব্যক্তি আছেন যিনি সপ্তাহে (Work Pressure) মাত্র তিন ঘণ্টা কাজ করেন এবং তা থেকেই কয়েক লক্ষ টাকা আয় করেন প্রতি মাসে। তিনি খুবই বিলাসবহুল জীবন-যাপন করেন, বলা ভাল রাজার মত জীবন কাটান। পরিবারেরও (Shao Chun Chen) দেখভাল করেন তিনি। সপ্তাহে একবার শুধু থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর ভ্রমণ করেন আর তাতেই লক্ষ টাকা আয় তাঁর। ব্যক্তির নাম শাও সেন শুন, তিনি থাইল্যান্ডের বাসিন্দা।

প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় এই ব্যক্তির

একটি সংবাদসংস্থার সাক্ষাৎকারে এই ব্যক্তি জানান, তিনি তাঁর স্ত্রী-পরিবার নিয়ে থাইল্যান্ডে থাকেন এবং বর্তমানে সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কাজ করেন। এর জন্য তাঁকে সপ্তাহে একবার করে সিঙ্গাপুর যেতে হয়। ডিজিটাল মার্কেটিং নিয়ে সপ্তাহে তিন ঘণ্টা ক্লাস করান তিনি সেই সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আর এভাবেই তাঁর মাসে আয় হয় ১৫৪০ ডলার থেকে ৩০৭০ ডলার পর্যন্ত অর্থাৎ যা ভারতীয় মুদ্রায় ১.৩ লক্ষ টাকা থেকে ২.৬ লক্ষ টাকা। এর মাধ্যমে তিনি সহজেই তাঁর বিমানের খরচ, থাইল্যান্ডে তাঁর স্ত্রী-পরিবারের থাকা-খাওয়ার খরচ বহন করতে পারেন।

গুগলে কাজ করতেন তিনি

এই সাক্ষাৎকারে এসে ৩৯ বছর বয়সী শাও সেন শুন বলেন, সিঙ্গাপুরে তিন ঘণ্টা কাজ করে তিনি তাঁর পরিবারের সমস্ত খরচ চালাতে পারেন। এমনকী সিস্টেমকে নিজের হাতে চালাতে নিজের সুরে চালাতে বাধ্য করেন তিনি। এর আগে তিনি ১০ বছর ধরে গুগলে কাজ করেছেন। ২০২৪ সালের নভেম্বর মাসে ছাঁটাইয়ের সময় তিনি কাজ হারান। এই ছাঁটাইয়ের সময় তাঁর স্টক পোর্টফোলিওর মূল্য ছিল ২ মিলিয়ন ডলার। তবে এই টাকায় খুব বেশি সময় জীবনযাপন করা সম্ভব ছিল না। তিনি জানিয়েছেন যে এই ছাঁটাইয়ের পরেই তাঁর মাথায় অর্থনৈতিক স্বাধীনতার আসল রূপ ধরা দেয়। শাও-এর মতে গত ১৪ বছর ধরে কাজ করছেন তিনি। ছাঁটাইয়ের কারণে কাজ থেকে বিরতি নিতে হয় তাঁকে।

আয়ের অন্য উৎস রয়েছে

চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরে গত দেড় বছরে প্যাসিভ ও অ্যাক্টিভ আয়ের বেশ কিছু উৎস তৈরি করেছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে। এর পাশাপাশি তিনি নিজের ইউটিউব চ্যানেলও চালান। আর এর সঙ্গে সঙ্গে তিনি কোচিং করান যার জন্য ঘণ্টাপিছু তিনি ৫০০ টাকা নেন পারিশ্রমিক হিসেবে। শাও শেন বলেন যে থাইল্যান্ডে জীবনযাপনের খরচ সিঙ্গাপুরের তুলনায় অনেক কম।