Gold ETF Return: বিগত কয়েক বছরে প্যাসিভ বিনিয়োগের দিকে ঝোঁক বাড়ছে মানুষের মধ্যে। আর এমনটা প্রমাণও মিলেছে AMFI-এর তথ্য অনুসারে। আর এভাবেই দেখা যাচ্ছে গোল্ড ইটিএফে বিনিয়োগ গত ২ মাসে ২২০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া অর্থাৎ এএমএফআই-এর তরফে দেওয়া পরিসংখ্যান অনুসারে এপ্রিল মাস থেকেই হু হু করে বেড়েছে গোল্ড ইটিএফে বিনিয়োগ।

আন্তর্জাতিক স্তরে অনিশ্চয়তা, যুদ্ধ পরিস্থিতি এই সমস্ত আবহের মধ্যে সোনার দাম বাড়ার পাশাপাশি গোল্ড ইটিএফের দামও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আর এর পাশাপাশি আরেকটি কারণ ছিল ইকুইটি বাজারে প্রবল ভোলাটিলিটি, আর তাই কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিও হেজ করার জন্য সোনায় বিনিয়োগ করতে শুরু করে।

একটি গোল্ড ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস মূলত ফিজিক্যাল গোল্ডের দামকে ট্র্যাক করে থাকে। এগুলি হল আদপে প্যাসিভ বিনিয়োগের মাধ্যম যা সোনার দামের উপরে ভিত্তি করে তৈরি হয়। সহজে বললে গোল্ড ইটিএফ হল ভৌত সোনার প্রতিনিধিস্থানীয় একটি কাগুজে রূপ যা প্রকৃত রিটার্ন এনে দেয় বিনিয়োগকারীকে। সোনা কেনার সময় জিএসটি দিতে হয়, ইটিএফে তা দিতে হয় না। সোনা বিক্রির সময় (গয়নার ক্ষেত্রে) হুবহু একই দাম পাওয়া যায় না, খাদ হিসেবে দাম বাদ যায় অনেকটাই। কিন্তু এই বিষয়গুলি ইটিএফে নেই।

একটা গোল্ড ইটিএফ আদপে এক গ্রাম সোনার দামকে প্রতিনিধিত্ব করে। আর এই দাম ধার্য করা হয় ২৪ ক্যারাট বুলিয়ন সোনার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জে এই গোল্ড ইটিএফ তালিকাভুক্ত রয়েছে। ক্যাশ সেগমেন্টে এগুলি ট্রেড করে থাকে।

বিগত ১ বছরে ৩৩ শতাংশ দিয়েছে এই গোল্ড ইটিএফগুলি

ICICI Prudential Gold ETF

এক বছরে এই গোল্ড ইটিএফে ৩২.১৩ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এবং তিন বছরে দিয়েছে ৯১ শতাংশ রিটার্ন। এখন এই গোল্ড ইটিএফের NAV চলছে ৮৩.৭২ টাকা।

LIC MF Gold

এলআইসির এই ফান্ডে এসেছে ৩৩.২৮ শতাংশ রিটার্ন, তাও মাত্র এক বছরে। এই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সাইজ হল ৪০৩.৮ কোটি টাকা।

UTI Gold ETF

এক বছরে এই ফান্ডে ৩২.৬১ শতাংশ রিটার্ন এসেছে। এখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই ইটিএফের দাম রয়েছে ৮২.৮৫ টাকা। ২০০৭ সালে এই ফান্ডটি চালু হয়েছিল।

Mirae Asset Gold ETF

এক বছরে এই ইটিএফ থেকে বিনিয়োগকারীরা পেয়েছেন ৩২.৫৪ শতাংশ রিটার্ন। ২০২৩ সালেই বাজারে এসেছে এই ইটিএফ। সেই সময় থেকে ধরলে অর্থাৎ প্রায় দুই বছরে এই ইটিএফে ৭৩.৭৩ শতাংশ রিটার্ন দিয়েছে।

DSP Gold ETF

৩২.১০ শতাংশ রিটার্ন দিয়েছে এই ডিএসপি গোল্ড ইটিএফ। এখন এই ইটিএফ ট্রেড করছে ৯৬ টাকায়।

এই সমস্ত ইটিএফগুলিতে তিন বছর আগে যদি কোনও বিনিয়োগকারী ২ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে তিনি আজকের দিনে ৩.৮২ লক্ষ টাকা রিটার্ন পেতেন এবং গত এক বছরের হিসেবে রিটার্ন পেতেন ২.৬৪ লক্ষ টাকা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)