মিউচুয়াল ফান্ডে এখন অনেকেই বিনিয়োগ করে থাকেন SIP-র মাধ্যমে। মাসে মাসে অল্প অল্প টাকা করে মিউচুয়াল ফান্ডে নিশ্চিন্ত বিনিয়োগের মাধ্যমে সম্পদ বাড়ানোর দিকে উৎসুক এখন অনেকেই। সরাসরি স্টকে বিনিয়োগের জন্য যে শ্রম ও সময় দরকার, তা অনেকেরই থাকে না। ফলে মিউচুয়াল ফান্ড (Mutual Fund Highest Return) তাদের জন্য সেরা বিকল্প। বিনিয়োগকারীদের একটি বিনিয়োগ (Mutual Fund) লক্ষ্য নির্ধারণ করা উচিত, আর এই মিউচুয়াল ফান্ডে জমানো টাকা একজন দক্ষ ফান্ড ম্যানেজারের হাতে পরিচালিত হয়। এমন ৫টি মিডক্যাপ ফান্ডে বিগত ৫ বছরে ৩০ শতাংশেরও বেশি হারে রিটার্ন দিয়েছে। পকেট ভরেছে বিনিয়োগকারীদের।

Continues below advertisement

সাধারণত মিডক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি (Best Mutual Fund) সমস্ত মিডক্যাপ স্টকে ৬০ শতাংশ টাকা আমানত করে থাকে। বাজারে তালিকাভুক্ত ১০১ থেকে ২৫০তম সংস্থাগুলিকে মিডক্যাপ সংস্থা বলা হয়। এই সংস্থাগুলির বাজার মূলধন হতে হবে ৫ হাজার কোটি টাকা থেকে ২০ হাজার কোটি টাকার মধ্যে। এই ৫ মিডক্যাপ ফান্ডে গত ৫ বছরে ১০ লাখের বিনিয়োগ হয়ে গিয়েছে ৪৬ লাখ টাকা। কোন কোন ফান্ড দিয়েছে সেরা রিটার্ন ?

Invesco India Midcap Fund Direct Growth

Continues below advertisement

এই ফান্ডে এসআইপিতে বার্ষিক ৩০.২৭ শতাংশ হারে রিটার্ন এসেছে বিনিয়োগকারীদের। এই ফান্ডের AUM রয়েছে ৮০৬৩ কোটি টাকা। গণনায় দেখা যাবে এই ফান্ডে ১০ লাখ টাকার এসআইপি করলে ৫ বছরে তা রিটার্ন দিত ৩৭ লক্ষ ৫১ হাজার ৬৪৮ টাকা।

HDFC Midcap Fund Direct Growth

এই ফান্ডে ৫ বছরের হিসেবে বার্ষিক ৩০.৩৬ শতাংশ হারে রিটার্ন এসেছে। ফলে এই ফান্ডে ১০ লাখ টাকা রাখলে আজকের দিনে রিটার্ন পেতেন ৩৭ লক্ষ ৬৪ হাজার ৬২৬ টাকা।

Nippon India Midcap Fund Direct Growth

এই ফান্ডের AUM রয়েছে ৩৮,৩৮৬ কোটি টাকার। ৫ বছরের এসআইপিতে রিটার্ন দিয়েছে ৩০.৪২ শতাংশ। ১০ লাখ টাকার বিনিয়োগ হয়ে গিয়েছে ৩৭ লক্ষ ৭৩ হাজার ২৯৭ টাকার।

Edelweiss Midcap Fund Direct Plan Growth

৩১.৫৫ শতাংশ CAGR দিয়েছে এই মিডক্যাপ ফান্ডটি। এই ফান্ডে ১০ লাখ টাকার বিনিয়োগ হয়ে গিয়েছে ৩৯ লক্ষ ৩৯ হাজার ৬২০ টাকা।

আর সবথেকে বেশি রিটার্ন এনে দিয়েছে মোতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ যেখানে ১০ লাখ টাকার বিনিয়োগে মিলেছে ৫ বছরে ৪৫.৬ লক্ষ টাকা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )