Stock Market: জুন মাসের শুরুতেই ব্রোকারেজ ফার্ম মোতিলাল অসওয়াল বিনিয়োগকারীদের স্বস্তি দিয়েছে যারা সঠিক স্টক খুঁজে বিনিয়োগ করতে চাইছিলেন। এই সংস্থা মোট ৮টি স্টকের তালিকা প্রকাশ (Stocks to Buy) করেছে যেগুলি আগামী দিনে ৩২ শতাংশ পর্যন্ত মুনাফা দিতে পারে। ১৪ থেকে ৩২ শতাংশ পর্যন্ত মুনাফা আসতে পারে এই স্টকে। এই শেয়ারগুলিতেই বাই রেটিং দিয়েছে মোতিলাল অসওয়াল। দেখে নেওয়া যাক কোন কোন স্টক আছে এই তালিকায়।
SBI
টার্গেট প্রাইস রয়েছে এই স্টকে – ৯২৫ টাকা আর এই স্টকের দাম (Stocks to Buy) বাড়তে পারে ১৪ শতাংশ। ২০২৫ অর্থবর্ষে এই সংস্থার বলা ভাল এই পিএসইউ ব্যাঙ্কের পারফরম্যান্স বেশ ভাল। ২০২৭ সালের মধ্যে এই স্টকের দাম আরও বাড়তে পারে বলে অনুমান করা হয়েছে। ৬ শতাংশের সিএজিআর গ্রোথ মিলতে পারে এসবিআইয়ের স্টকে।
Adani Ports and SEZ
টার্গেট প্রাইস- ১৭০০ টাকা, দাম বাড়তে পারে ১৯ শতাংশ
আদানি পোর্টস তাদের লজিস্টিকস ব্যবসা ৫ গুণ বাড়াতে চলেছে। ২০২৯ সালের মধ্যে এই সংস্থা ১৪০ বিলিয়ন ডলার রেভিনিউ অর্জন করবে বলে লক্ষ্য স্থির করেছে।
Apollo Hospitals
টার্গেট প্রাইস – ৮০৫০ টাকা, দাম বাড়তে পারে – ১৭ শতাংশ
এই সংস্থার রেভিনিউ ২০২৫ থেকে ২০২৭ সালের (Stocks to Buy) মধ্যে ১৫ শতাংশ বাড়তে চলেছে এবং PAT CAGR বাড়তে চলেছে ২৩ শতাংশ হারে।
Prestige Estates Projects
টার্গেট প্রাইস – ১৯৩৮ টাকা, মুনাফার সম্ভাবনা – ৩২ শতাংশ।
রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল আর হসপিটালিটি সেক্টরে ভ্যালু আনলকিংয়ের কারণে এই স্টকে সবথেকে বেশি মুনাফা দিতে পারে।
IPCA Laboratories
টার্গেট প্রাইস – ১৭৫০ টাকা, মুনাফা হতে পারে – ১৭ শতাংশ
দেশীয় ফর্মুলেশন সেগমেন্ট থেকে মুনাফা আর ইউনিকেম সংস্থার অধিগ্রহণের ফলে এই স্টকের দাম বাড়তে পারে। ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে ১৮ শতাংশ EBITDA প্রত্যাশা করা যায় এই স্টকে।
Sobha Ltd.
টার্গেট প্রাইস – ১৭৭৮ টাকা, দাম বাড়তে পারে – ২৪ শতাংশ
বেঙ্গালুরুর এই রিয়েল এস্টেট সংস্থা তার শক্তিশালী জমি ও নগদ প্রবাহের কারণে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। আর স্টকের দাম এই কারণে বাড়তে পারে।
Lemon Tree Hotels
টার্গেট প্রাইস – ২০০ টাকা, দাম বাড়তে পারে – ১৬ শতাংশ
Spandana Sphoorty
টার্গেট প্রাইস – ৩৪০ টাকা, মুনাফা দিতে পারে – ১৭ শতাংশ
২০২৭ সালের মধ্যে এই সংস্থার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ১৮ শতাংশ বাড়তে পারে। এমনকী সংস্থার ROE/ROA উন্নতি হতে পারে। ফলে স্টকের দাম বাড়বে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)