Bank FD Interest Rate: সাধারণ মধ্যবিত্তের কাছে এখনও ব্যাঙ্কে সাধারণ ফিক্সড ডিপোজিটেই বড় ভরসা পাওয়া যায়। এখনো বহু মানুষের কাছে নিরাপদ বিনিয়োগের মাধ্যম এই স্থায়ী আমানত। এর মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে নিশ্চিত হারে সুদ পাওয়া যায় এবং গ্রাহকরা (Fixed Deposit) তাদের টাকাকে নিরাপদ বলে মনে করেন। তবে একেক ব্যাঙ্কে একেক রকম সুদের হার থাকে, আবার মেয়াদের উপরেও বদলে যায় সুদের হার। নতুন বছরে ফিক্সড ডিপোজিট (FD Interest Rate) করতে চাইলে এই ব্যাঙ্কগুলির তালিকা দেখে নিন, যেখানে ৩ বছরের মেয়াদে সবথেকে বেশি সুদ মিলছে।


বেসরকারি ব্যাঙ্কে কত সুদ মিলছে


বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে ৩ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটের উপরে সবথেকে বেশ সুদ দিচ্ছে ডিসিবি ব্যাঙ্ক, ৭.৫৫ শতাংশ সুদ মিলছে সাধারণের জন্য। এরপরেই রয়েছে আরবিএল ব্যাঙ্ক যেখানে ৩ বছরের মেয়াদে ৭.৫ শতাংশ সুদ মিলছে। তারপরে রয়েছে এবিএম ব্যাঙ্ক ইন্ডিয়া, দিচ্ছে ৭.৩ শতাংশ সুদ। এরপরে রয়েছে বন্ধন ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক যেখানে ৭.২৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। অ্যাক্সিস ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে মোটামুটিভাবে ৭.১ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ মিলছে।


সরকারি ব্যাঙ্কে কোথায় কত সুদ


পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে কানারা ব্যাঙ্কে মিলছে সবথেকে বেশি সুদ। ৩ বছরের মেয়াদে এই ব্যাঙ্কে ৭.৪ শতাংশ সুদ পাওয়া যায়। এরপরে ৭.১৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্কে সুদ দিচ্ছে ৬.৫ শতাংশ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৬.৭৫ শতাংশ হারে মিলবে সুদ। অন্যদিকে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৬.৭ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৩ বছরের মেয়াদে।


ফিক্সড ডিপোজিটে টিডিএস


ফিক্সড ডিপোজিটে সুদের হার যেমন বেশি পাওয়া যায়, তেমনি এই অর্জিত সুদের উপর টিডিএস কেটে নেয় ব্যাঙ্ক। টিডিএস হল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। কোনো নির্দিষ্ট অর্থবর্ষে যদি ৪০ হাজার টাকার বেশি সুদ পাওয়া যায় স্থায়ী আমানতের উপরে, তাহলে আপনার টিডিএস কাটা হবে। প্রবীণ নাগরিকদের জন্য এই অঙ্কটি ধার্য করা হয়েছে ৫০ হাজার টাকা পর্যন্ত। এক্ষেত্রে প্যান কার্ড দেওয়া থাকলে ১০ শতাংশ হারে টিডিএস কাটবে এবং প্যান কার্ড না থাকলে ২০ শতাংশ টিডিএস কাটা হবে।


আরও পড়ুন: TRAI Rule: রিচার্জ না করালেও কতদিন চালু থাকবে সিমকার্ড ? বছরের শুরুতেই বড় ঘোষণা টেলিকম বিভাগের