Stock Price: ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ওরফে আইআরএফসির শেয়ারে বিনিয়োগ করে বিপুল মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। মাত্র ৩ সপ্তাহের মধ্যেই এই স্টকে (Multibagger Stock) এসেছে ৭৬ শতাংশ রিটার্ন। এখনও এই স্টকে বুলিশ গতি রয়েছে। গত ৫টি সেশনের মধ্যে আইএফসিআইয়ের স্টকের দাম ৩৮ শতাংশ লাফ দিয়েছে। বুধবার, এই স্টকের (PSU Stock) দাম ইন্ট্রাডে-তে ১৪ শতাংশ বেড়ে ৬৯.১৯ টাকার স্তরে এসে পৌঁছায় বম্বে স্টক এক্সচেঞ্জে। ইকুইটির ভলিউম এক লাফে কয়েকগুণ বেড়ে বুধবার হয়েছিল ২২.৮ কোটি।

Continues below advertisement

গত ২ সপ্তাহে এই মিডক্যাপ পিএসইউ স্টকে দাম বাড়ার ধরন লক্ষ্য করে দেখা গিয়েছে ৭৬ শতাংশ বেড়েছে এই স্টকের দাম আর এখন এই স্টক ট্রেড করছে ৬৯.৫০ টাকায়। একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে সংস্থা জানিয়েছে যে এই দ্রুত দাম বাড়ার পিছনে সংস্থার কোনও সিদ্ধান্ত কাজ করেনি, বরং এটি পুরোটাই বাজার-নিয়ন্ত্রিত। বিবৃতি জারি করে পিএসইউ সংস্থা আইএফসিআই জানিয়েছে যে এমন কোনও ঘোষণা করা হয়নি সংস্থার তরফে যা তাদের সিকিউরিটির উপর প্রভাব ফেলতে পারে, অথচ তা এক্সচেঞ্জের কাছে জানানো হয়নি এমন নয়।

আইএফসিআই একটি গুরুত্বপূর্ণ নন-ডিপোজিট টেকিং নন-ব্যাঙ্কিং ফিনান্স সংস্থা যা পাবলিক সেক্টরে কাজ করে। ১৯৪৮ সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। তারপরে এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে বিএসই ও এনএসইতে তালিকাভুক্ত হয়। নানা স্পেক্ট্রামের মধ্যে ব্যবসাগুলিকে বিবিধ গ্রোথের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে এই সংস্থা। বিমানবন্দর, রাস্তা, টেলিকম, শক্তি উৎপাদন কেন্দ্র, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস সেক্টর ইত্যাদি ক্ষেত্রে কাজের জন্য ঋণ দিয়ে থাকে এই সংস্থা। এটি আদপে একটি মিডক্যাপ সংস্থা যার বাজার মূলধন বর্তমানে ১৮৭৫৫ কোটি টাকা আর এই সংস্থা বিএসই ৫০০ সূচকের অন্তর্ভুক্ত। আইপিও বাজারে আসার পর থেকে এই সংস্থা কখনই বোনাস কিংবা স্টক স্প্লিট ঘোষণা করেনি।  

Continues below advertisement

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)