Stock Market: এই শেয়ার বাজারে প্রত্যেকেই কিছু না কিছু এমন মাল্টিব্যাগার স্টক খুঁজে থাকেন যেগুলি খুব কম সময়ে বিপুল রিটার্ন এনে দেয় বিনিয়োগকারীদের। শেয়ার বাজারে যে বিগত কয়েকদিন ধরে পতন চলেছে আর তারপরে একদিনের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে (Multibagger Stock) বাজার, তাতে এমন একটি মাল্টিব্যাগার শেয়ারের কথা জানা যাচ্ছে যার দাম ৩ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০৪ টাকায়। আর এই শেয়ার কেনার জন্য উপচে পড়ছে বিনিয়োগকারীদের (Stock Market) ভিড়। কোন সংস্থার শেয়ারে এল এত বিপুল রিটার্ন ?
কোন সংস্থার শেয়ার ?
এই সংস্থার নাম রাধিকা জুয়েলটেক। এই সংস্থার শেয়ারে বিগত ৫ বছরে ২৫০০ শতাংশেরও বেশি রিটার্ন পাওয়া গিয়েছে। গত এক বছরের কথা ধরলে এই মাল্টিব্যাগার স্টকটি বিনিয়গকারীদের ১২০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। ৩ অক্টোবর থেকে এই শেয়ারে পতন দেখা যায়। এই শেয়ারের দাম ১০৪ টাকা থেকে নেমে আসে ৯৯.৫৫ টাকায়। তবে গতকালের বাজারে সেনসেক্সের উত্থানের পাশাপাশি এই শেয়ারের দামও বেড়েছে পাল্লা দিয়ে। বাজার খোলার পরপরই এই শেয়ারে আপার সার্কিট দেখা যায়। আর এই শেয়ারের সর্বোচ্চ স্তর রয়েছে ১৫৭ টাকায়।
কেমন ব্যবসা রাধিকা জুয়েলটেকের
রাধিকা জুয়েলটেক সংস্থার বাজার মূলধন ১২৩১ কোটি টাকা। এই স্টকের পিই অনুপাত হল ২৪.২। এই শেয়ারের ROCE-র কথা বলতে হলে এই পরিসংখ্যান রয়েছে ২০.৬ শতাংশের। শেয়ারের বুক ভ্যালু রয়েছে ২৪.৫ টাকা এবং এর ফেস ভ্যালু রয়েছে ২ টাকা প্রতি শেয়ারে।
কী ব্যবসা রয়েছে এই সংস্থার
রাধিকা জুয়েলটেক লিমিটেড হল গুজরাতের একটি কোম্পানি যারা সোনা ও হীরের গহনা তৈরি করে। ১৯৮৭ সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে, আর ২০১৬ সালের ২২ জুলাই এই সংস্থা পাবলিক লিমিটেড সংস্থায় পরিণত হয়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Deepfake Video: বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন খোদ RBI-এর গভর্নর ! সত্যি ?