Stocks to Buy: নবরত্ন রেলওয়ে পিএসইউ সংস্থার স্টকে আসতে পারে দারুণ গতি। ১৪৩.৩ কোটি টাকার অর্ডার পেয়েছে এই সংস্থা। গতকাল শনিবার এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই সংস্থা জানিয়েছে যে তারা একটি চুক্তি স্বাক্ষর করেছে যার অধীনে সংস্থার কাছে এসেছে ১৪৩ কোটি টাকার অর্ডার। দক্ষিণ-মধ্য রেলওয়ের তরফে এই অর্ডার মিলেছে। সংস্থার নাম রেল বিকাশ নিগম বা RVNL। এই প্রকল্পের (Stock Market) অধীনে সংস্থাকে দক্ষিণ রেলওয়ের সালেম ডিভিশনে ইলেকট্রিক ট্রাকশন সিস্টেম আপগ্রেড করার কাজ মিলেছে আরভিএনএলের। রেল বিকাশ নিগম লিমিটেডের (Railway Stock) শেয়ার তাই ছুট দিতে পারে আগামীকাল।

Continues below advertisement

বাড়বে দক্ষিণ রেলওয়ের ক্যাপাসিটি

এই চুক্তির অধীনে নবরত্ন সংস্থা রেল বিকাশ নিগমকে বর্তমান ২৫ কিলোভোল্টের প্রতিটি ইলেকট্রিক ট্রাকশন সিস্টেম বদলে নতুন এবং আরও উন্নত ব্যবস্থা করতে হবে। মূলত দক্ষিণ রেলওয়ের সালেম জংশন, পোদানপুর জংশন এবং ইরুগুর-কোয়েম্বাটোর জংশনে এই কাজ করতে হবে। জানা গিয়েছে বর্তমান ১×২৫ কিলোভোল্টের সিস্টেমের বদলে আনা হবে ২×২৫ কিলোভোল্টের সিস্টেম।

Continues below advertisement

এর ফলে দক্ষিণ রেলওয়ের ক্যাপাসিটি অনেকটাই বেড়ে যাবে। আর এর মাধ্যমে ৩ হাজার মেট্রিক টন মাল পরিবহনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। আরভিএনএল জানিয়েছে যে এই প্রকল্পের কাজ ২৪ মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। এবং কর সহ সমস্ত প্রকল্পের কাজের খরচ হবে ১৪৩.৩ কোটি টাকা।

এই শেয়ারের কী হাল

তুলনামূলকভাবে দুর্বল পারফরম্যান্স সত্ত্বেও ২০২৫ সালে সংস্থার আয় ছিল ২০ হাজার থেকে ২২ হাজার কোটি টাকা। শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আরভিএনএলের শেয়ারের দাম সামান্য বেড়ে ৩৯১.২ টাকায় বন্ধ হয়েছে। স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ৬৪৭ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর রয়েছে ২৯৫.২৫ টাকা। এই আরভিএনএল অর্থাৎ রেল বিকাশ নিগম সংস্থা জানিয়েছে যে তারা আগামীদিনে পারমাণবিক শক্তি ক্ষেত্রেও এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। সংস্থার প্রকল্পের পোর্টফোলিওতে রেলপথ নির্মাণ, ট্র্যাক বাড়ানো, বিদ্যুতায়ন, মেট্রো প্রকল্প, প্রধান এবং কেবল-স্টে ব্রিজ নির্মাণ, প্রাতিষ্ঠানিক অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে।  

ইতিমধ্যেই সংস্থার তরফে স্বচ্ছ শক্তি, স্থায়িত্বের দিকে কৌশলগত পদক্ষেপ হিসেবে রেল বিকাশ নিগম লিমিটেড সংস্থা পারমাণবিক শক্তি ক্ষেত্রেও অংশীদারিত্বের সন্ধান করছে। সংবাদসূত্র অনুসারে জানা যাচ্ছে যে জুন মাসে সংস্থা রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের সঙ্গে ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেললাইনের মত চলমান মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের জন্য ছোট মডিউলার রিয়াক্টর তৈরি বিষয়ে আলোচনা করেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)