Multibagger Stock: গত ৬ মাসে এই স্মলক্যাপ স্টকে টাকা দ্বিগুণ করেছে বিনিয়োগকারীদের। ৬ মাসের মধ্যেই শেয়ারের দাম বেড়ে গিয়েছে ১৩৬ শতাংশ। টানা ৫৬টি ট্রেডিং সেশনে আপার সার্কিটে (Stock Market) রয়েছে এই স্টক। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্যাম্প্রে নিউট্রিশনস সংস্থার এই স্টকে পকেট ভরেছে বিনিয়োগকারীদের। সোমবার স্যাম্প্রে নিউট্রিশনস লিমিটেডের শেয়ারের (Multibagger Stock) দাম ২ শতাংশের বেশি বেড়ে ৮০.০৮ টাকায় বন্ধ হয়েছে।
দেখা গিয়েছে বিগত ৬ মাসেরও কম সময়ে এই স্টকের দাম ২১ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০ টাকা। আর এই কারণেই এই স্টক কিনতে ভিড় উপচে পড়ছে বিনিয়োগকারীদের। গত এক মাসে এই স্মলক্যাপ স্টকের দাম ৪৫ শতাংশ বেড়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আর্থিক অবস্থার উন্নতি আর নতুন উৎপাদন চুক্তি হল স্যাম্প্রে নিউট্রিশনস লিমিটেডের শেয়ারের চাহিদা বৃদ্ধির মূল কারণ।
বিগত ২৮ অগস্ট এই সংস্থা তাদের এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে তারা নিউট্রাসিউটিক্যাল এবং খাদ্যপণ্য তৈরির জন্য তোলারাম ওয়েলনেস লিমিটেডের সঙ্গে একটি উৎপাদন চুক্তিতে প্রবেশ করেছে। এই চুক্তির মাধ্যমে চুক্তির ৩ বছরের মেয়াদে বার্ষিক ১০ কোটি টাকার ব্যবসা হবে বলেই আশা করা হচ্ছে। এর ফলে সংস্থার রাজস্বে উল্লেখযোগ্য অবদান থাকবে।
স্যাম্প্রে নিউট্রিশনস একাধিক উপায়ে ফান্ড সংগ্রহের পরিকল্পনা করেছে, যার মধ্যে একটি হল প্রেফারেন্সিয়াল ইস্যু, কোয়ালিটেটিভ ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট এবং পাবলিক বা প্রাইভেট অফার। বম্বে স্টক এক্সচেঞ্জকে আগেই জানানো হয়েছে যে প্রস্তাবিত মূলধন সংগ্রহের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য সংস্থা একটি বোর্ড মিটিং আয়োজন করবে।
গত বেশ কয়েক বছর ধরে স্যাম্প্রে নিউট্রিশন্স লিমিটেডের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ১ সেপ্টেম্বর এই শেয়ারের দাম ৮০.০৯ টাকায় লেনদেন হয়েছিল যা আগের ক্লোজিংয়ের তুলনায় ২ শতাংশ বেশি। ৫২ সপ্তাহের স্টকের দাম ২০.৯০ টাকা থেকে ১০১.১৭ টাকার মধ্যে ছিল যা শক্তিশালী অস্থিরতা আর বিনিয়োগকারীদের আগ্রহের প্রতিফলন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)