Adventure Bikes In India: পাহাড়ি-পাথুরে রাস্তা হোক বা কাদামাটি সবেতেই সহজে চলতে পারে অ্যাডভেঞ্চার বাইক। হাইওয়ের সঙ্গে সঙ্গে উঁচু নিচু রাস্তাতে এই বাইক চালানোর আনন্দই আলাদা। প্রতিটি ক্ষেত্রেই আপনার প্রত্যাশা পূরণ করে এই বাইকগুলি। বাজারে এখন সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় অ্যাডভেঞ্চার বাইক। জেনে নিন, ভারতের এরকম ৫টি সাশ্রয়ী মূল্যের অ্যাডভেঞ্চার বাইক সম্পর্কে। 

Hero Xpulse 200Hero Motocorp এর X Pulse 200 একটি 200cc সিঙ্গল-সিলিন্ডার, ওয়েল-কুলড ইঞ্জিন পায়। এতে ২১ ইঞ্চির সামনের চাকা ও ১৮ ইঞ্চির পিছনের চাকা রয়েছে, যা ওয়ান স্পোক হুইল ডিজাইনে আসে। এতে পাবেন ২০০ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এর এক্স-শোরুম মূল্য ১.২৭ লক্ষ টাকা।

Honda CB200XHonda Motors-এর CB 200X একটি ১৮৪.৪ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে পাওয়া যায়। যা সর্বোচ্চ ১৭bhp শক্তি ও ১৬.১ নিউটন মিটার সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। এতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডল্যাম্প, ইঞ্জিন কাউল ও গোল্ডেন ইউএসডি ফর্কের মতো বৈশিষ্ট্য এতে দেওয়া হয়েছে। এর এক্স-শোরুম মূল্য ১.৪৮ লক্ষ টাকা।

Royal Enfield Himalayan রয়্যাল এনফিল্ডের হিমালয়ে 411 cc এর একটি শক্তিশালী ইঞ্জিন পাওয়া যায়। বাইকটিতে সুইচেবল রেয়ার ABS ফিচার পাওয়া যায়। এটি সামনের দিকে স্পোক সহ একটি ২১ ইঞ্চি চাকা পায়। এটি ২২০ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স পায়। এর এক্স-শোরুম মূল্য ২.১৫ লক্ষ টাকা।

Yezdi Adventure ইয়েজদির অ্যাডভেঞ্চারে একটি ৩৩৪ সিসির ইঞ্জিন পায়। বাইকটির ওজন ১৮৮ কেজি। এতে ১৫.৫ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক ও একটি রিক্লাইনিং ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল রয়েছে। এটি তিনটি রঙে পাওয়া যায়। এর এক্স-শোরুম মূল্য ২.১৩ লক্ষ টাকা।

KTM 250 Adventure KTM এর 250 Adventure একটি ২.৪৮.৭৬ সিসি লিকুইড-কুলড ইঞ্জিনে চলে। যা ২৯.৫bhp-র সর্বোচ্চ শক্তি ও ২৪ Nm সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। এতে ৬ স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত ইঞ্জিনটিতে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এই বাইকটির এক্স-শোরুম প্রাইস ২.৪৪ লক্ষ টাকা।

আরও পড়ুন : Best Mileage Bikes: কম দামে ভালো মাইলেজের বাইক চাই ! দেখে নিন তালিকা