Adani-TotalEnergies: অস্থিরতা ছাড়ছে না আদানিকে (Adani Group)। শেয়ারে মারাত্মক ধসের প্রভাব পড়ছে বিভিন্ন চুক্তিতে। টেন্ডার বাতিল করেছে বেশকিছু রাজ্য। এবার আদানির সঙ্গে 'গাঁটছড়া ভাঙল' ফ্রান্সের কোম্পানি। যার ফলে দেশের বাইরে মারাত্মক ধাক্কা গেল কোম্পানির ভাবমূর্তি।   


Total Energies: টোটাল এনার্জি ভাঙল সম্পর্ক
আদানি গ্রুপে অস্থিরতা প্রভাব পড়েছে ফ্রান্সের টোটাল এনার্জি সংস্থার ওপর। সম্প্রতি আদানিদের হাইড্রোজেন প্রকল্পে যোগদানের সিদ্ধান্তকে স্থগিত করে দিয়েছে কোম্পানি। ২০২২ সালের জুনে TotalEnergies আদানি গ্রুপের হাইড্রোজেন প্রকল্পে অংশীদারির ঘোষণা করে। যা এখন আর এগিয়ে নিয়ে যেতে রাজি নয় কোম্পানি।


Adani Group Trouble: কেন সম্পর্কে ইতি ?
TotalEnergies-এর চিফ এক্সিকিউটিভ প্যাট্রিক পোয়ান (Patrick Pouyanne)কোম্পানির আর্থিক ফল ঘোষণার সময় এই সিদ্ধান্তের কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আদানি গ্রুপের সঙ্গে এই অংশীদারিত্ব গত বছর ২০২২ সালের জুনে ঘোষণা করা হয়েছিল। তবে এই নিয়ে দুই কোম্পানির মধ্যে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি।


গত বছরের ঘোষণা অনুসারে, TotalEnergies আদানি নিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ২৫ শতাংশ শেয়ার নেওয়ার কথা ছিল। আদানি গ্রুপ হাইড্রোজেন ইকোসিস্টেমে আগামী ১০ বছরে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা বলেছে। ২০৩০ সালের মধ্যে ১০ লাখ টন উৎপাদন ক্ষমতার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছিল কোম্পানি।টোটাল এনার্জি হিন্ডেনবার্গ রিসার্চের আদানি গ্রুপ নিয়ে অ্যাকাউন্টিংয়ের পরই এই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।  যদিও হিনডেনবার্গের অভিযোগ অস্বীকার করেছে আদানি গোষ্ঠী।


Total Energies: আজ বাজারে আদানি গ্রুপের শেয়ারে কী অবস্থা ছিল ?
অন্যদিকে, আদানি গ্রুপের বাকি শেয়ারের দাম বাড়লেও আদানি টোটাল গ্যাস শেয়ার (আদানি টোটাল গ্যাস শেয়ার) ৫ শতাংশ পতনের সঙ্গে লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে। বুধবারের ট্রেডিং সেশনে, শেয়ারটি এক বছরের মধ্যে সর্বনিম্ন ১৩৯১ টাকায় বন্ধ হয়েছে। ২৩ জানুয়ারি স্টকটি ৪০০০ টাকার স্তরে ছিল। হিন্ডেনবার্গ রিপোর্ট ২৪ জানুয়ারি প্রকাশিত হওয়ার পর থেকে আদানি টোটাল গ্যাসের শেয়ার ৬৫ শতাংশ কমেছে।


প্রায় ৮০০ কোটি ডলারের সম্পত্তি হাতছাড়া হয়েছে আদানির


লগ্নি সংক্রান্ত বিষয়ে আমেরিকার গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) একটি রিপোর্টে সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলা হয়। অভিযোগ ওঠে, ভারতের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী লাগাতার শেয়ার দরে কারচুপি করেছে, আর্থিক প্রতারণায় যুক্ত থেকেছে। তার পর থেকেই শেয়ার বাজারে লাগাতার ক্ষতির সম্মুখীন হয়েছেন আদানি। এ বার সেরা ১০ ধনকুবেরের তালিকার বাইরে চলে গেলেন তিনি। শীঘ্রই এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপাও হারাতে চলেছেন বলে প্রমাদ গোনা শুরু হয়েছে।


FD Rates Hike: ফিক্সড ডিপোজিটে ১০ শতাংশ সুদ ! শীঘ্রই হতে পারে ঘোষণা