Sensex Nifty Today: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে ২৬ শতাংশ পারস্পরিক কর আরোপ করেছেন। শুধু ভারত নয়, ভারতের থেকেও বেশি কর আরোপ করেছেন এশিয়ার বেশ কিছু দেশে। আর এই কর আরোপের জেরেই মার্কিন শেয়ার বাজারেও যেমন পতন এসেছে, তার প্রভাবে ভারতের শেয়ার বাজারেও (Stock Market) এসেছে বড় পতন। ধরাশায়ী হয়েছে ভারতের শেয়ার বাজার। আজ ৩ এপ্রিল ভারতের বাজারে সেনসেক্স সকালেই এক ধাক্কায় ৫০০ পয়েন্ট পড়ে যায়, তবে দুপুর ১টা ৩০ নাগাদ এই সূচক ৩০০ পয়েন্ট পতনে (Sensex Today) ট্রেড করতে থাকে। অন্যদিকে নিফটি সূচকেও এসেছে পতন। ২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এই পারস্পরিক কর আর তার জেরেই ধস নেমেছে বাজারে।
সারা বিশ্বের মোট ১৮০টি দেশের উপরে এই কর আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সমস্ত ধরনের আমদানির উপরেই ন্যূনতম ১০ শতাংশ করে কর আরোপ করা হয়েছে। চিনের উপর ৩৪ শতাংশ, ইউরোপিয়ান ইউনিয়নে ২০ শতাংশ, জাপান ও দক্ষিণ কোরিয়ায় যথাক্রমে ২৫ শতাংশ ও ২৪ শতাংশ হারে কর আরোপ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর আরোপের ফলে ভারতের আইটি সেক্টরেও বড় পতন এসেছে। তবে আজ নিফটি স্মলক্যাপ সূচক বেড়ে গিয়েছে ০.৪২ শতাংশ। তবে নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি পিএসইউ, নিফটি এফএমসিজি, কনজিউমার ডিউরেবলস, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে বড় পতন এসেছে আজকের বাজারে। তবে ফার্মা স্টকগুলিতে আবার উত্থান দেখা যাচ্ছে।
ট্রাম্পের কর ঘোষণার ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দামেও বড় বদল এসেছে। সোনার দাম এক আউন্সে ৩১৬০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৭১ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। ১০ গ্রাম সোনার দাম নয়া রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। আবার বেড়ে গিয়েছে অপরিশোধিত তেলের দামও।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পরে পরেই গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের আমদানির উপরে ২৫ শতাংশ কর আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর তার জেরে ভারতের বাজারে অটোমোবাইল সেক্টরের স্টকগুলিতে বড় ধস নামে। অশোক লেল্যান্ড, টাটা মোটরস, মহিন্দ্রার মত স্টকগুলিতে ধস নেমেছে আগেই।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)