"যদি আপনি রোগমুক্ত ও সুস্থ জীবন চান তাহলে আপনি চোখ বন্ধ করে মেট্রো ফার্মার উপর ভরসা করতে পারেন"

Continues below advertisement

এটা নিছক কোনও কথার কথা নয়, বরং গোটা কলকাতা শহর ও সংলগ্ন অঞ্চলের স্বাস্থ্যসচেতন মানুষের মনের কথা। গ্ৰাম থেকে শহর -  ওষুধ বর্তমানে মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। সেই সুযোগে পাড়ার মোড়ে, অলিতে গলিতে খুলে যাচ্ছে ওষুধের দোকান যাদের ওষুধের গুণগতমান নিয়েও প্রশ্ন উঠেছে বারবার।

কিন্তু সেসব অভিযোগ কখনই ছুঁতে পারেনি মেট্রো ফার্মাকে। 

Continues below advertisement

মেট্রো ফার্মা, একটি ISO Certified প্রতিষ্ঠান। টানা ২ বার ABP স্বাস্থ্যসম্মান প্রাপক। বিশ্বাসযোগ্যতা, ভরসা ও ভালোবাসার প্রসঙ্গ উঠলে, বাকি সকলের থেকে কয়েকসহস্র যোজন এগিয়ে থাকবে মেট্রো ফার্মা। মেট্রো ফার্মা কখনোই নিজেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। বরং মানুষের সুস্থতার প্রতীক হতে চেয়েছে।লাভ-ক্ষতির হিসেবের বাইরে গিয়ে মানুষের নীরোগ জীবনের সহযাত্রী হতে চেয়েছে। ওষুধের গুণগতমানের সঙ্গে বিন্দুমাত্র আপোস না করে দেশ ও বিদেশের নামীদামী কোম্পানি থেকে, certified wholesaler এর থেকে সরাসরি ওষুধ এনে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় এখানে। প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্য ফার্মাসিস্টরা ডাক্তারবাবুদের প্রেসক্রিপশনের সাথে বারবার মিলিয়ে নিয়ে তারপর ওষুধ দেন। কোন ওষুধ কখন, কতটা খেতে হবে, কতদিন পর্যন্ত খাওয়া যাবে, বয়স অনুযায়ী কোন ওষুধের কত ডোজ হতে পারে বারংবার ওনারা ধৈর্য্য ধরে বুঝিয়ে দেন ও মানবিকতার খাতিরে ফোন মারফত ক্রেতাদের স্বেচ্ছায় খোঁজখবরও নিতে থাকেন তারা ।

শুধুমাত্র তাই নয়। এই অগ্নিমূল্যের বাজারে, মেট্রো ফার্মা তার ক্রেতাদের একটু হলেও স্বস্তি দিতে বদ্ধপরিকর। প্রতিটি ওষুধে ২৫ % পর্যন্ত (not flat 25% but upto 25%) ছাড় দেওয়া হয়। Home Delivery সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এছাড়াও ওজন ও রক্তচাপের পরীক্ষা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। এখানকার স্টাফেদের অমায়িক ও সুন্দর ব্যবহার তো বাড়তি পাওনা !

মেট্রো ফার্মা ব্যবসার বাইরে, মানুষের সাথে মানবিক সম্পর্ক গড়ে তোলায় বিশ্বাস করে। মানুষের প্রয়োজনে তাদের সুখ দুঃখের সাথী হয়ে তাদের পাশে থাকার কথা ভাবে।মানুষের বিশ্বাস ও ভরসাকে পাথেয় করে আগামী দিনে আরো বৃহত্তর পরিসরে মানুষকে পরিষেবা দেওয়ার স্বপ্ন দেখে এই প্রতিষ্ঠান।

এককথায় বলা যায় "ভালো থেকো আমার শহর" কথাটিকে বাস্তবায়িত করার সর্বাত্মক প্রয়াস করে চলেছে মেট্রো ফার্মা।

গোটা শহর তাই গলা মিলিয়ে বলতে পারে

মেট্রো ফার্মা থাকলে সাথে,ভয় করি না রোগ আঘাতে।

ক্লিক করুন - https://metropharmakolkata.com/

 

প্রতিবেদনটি এবিপি লাইভ কর্তৃক সম্পাদিত নয়। 

Disclaimer: ABP Network Pvt. Ltd. and/or ABP Live does not in any manner whatsoever endorse/subscribe to the contents of this article and/or views expressed herein. Reader discretion is advised.