TVS Motors Stock: মোটরবাইক ও স্কুটার প্রস্তুতকারক সংস্থার স্টক যেন আস্ত সোনার খনি। এই শেয়ারে বাজি ধরে ভাগ্য বদলে গিয়েছে বিনিয়োগকারীদের। ২০০০ সালের অগাস্ট মাসে তালিকাভুক্ত (Multibagger Stock) হওয়ার পর থেকে সংস্থার শেয়ার ২৭,৮৫২ শতাংশ রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। ২০ বছরে এই স্টকে ১ লক্ষ টাকা (TVS Motors) বাজি ধরে রিটার্ন এসেছে ২.৮ কোটি টাকা।

সরকার কর্তৃক সম্প্রতি জিএসটি হার হ্রাস, বৃহস্পতিবার সংস্থার প্রথম হাইপার স্পোর্ট স্কুটার চালু হওয়ার পর থেকে বিশেষজ্ঞরা এখনও মনে করেন যে এই সংস্থার শেয়ারের দাম আরও বাড়তে পারে। এই সংস্থা মূলত বোনাস শেয়ারের ভিত্তিতে তাদের বিনিয়োগকারীদের এই বাম্পার রিটার্ন এনে দিয়েছে। শুক্রবার টিভিএস মোটরস সংস্থার শেয়ারের দাম সর্বকালের সর্বোচ্চ ৩৫০০ টাকার রেকর্ড স্পর্শ করে এবং ৩৪২৬.৯০ টাকায় বন্ধ হয়।

গত ৫ বছরে টিভিএস মোটরসের শেয়ার প্রায় ৭০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে। হিরো মোটোকর্প যেখানে রিটার্ন দিয়েছে ৮৪ শতাংশ, আইশার মোটরস দিয়েছে ১৯৮ শতাংশ আর বাজাজ দিয়েছে ২১৬ শতাংশ। ব্রোকারেজ ফার্ম ইলারা ক্যাপিটাল, অ্যাক্সিস সিকিউরিটিজ, আর বিএনপি পরিবাস টিভিএস মোটরসের সম্ভাবনা সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।

১ লক্ষ টাকা হয়ে গিয়েছে ২.৮ কোটি

২ সেপ্টেম্বর ২০০৫ তারিখে এই টিভিএস মোটরস সংস্থার শেয়ারের দাম ছিল ৪১.২৫ টাকা। আর আজ এই সংস্থার শেয়ারের দাম ৩৪২৬.৯০ টাকা। অর্থাৎ কেউ যদি ২০০৫ সালে ১ লক্ষ টাকার টিভিএস মোটরসের শেয়ার কিনে থাকত তাহলে আজ এর মূল্য দাঁড়াত ১ কোটি টাকারও বেশি।

২০১০ সালের সেপ্টেম্বর মাসে এই সংস্থা ১:১ অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করে। অর্থাৎ প্রতিটি শেয়ারের জন্য ১টি বোনাস শেয়ার দেওয়া হয়েছিল। আর তাই একজন বিনিয়োগকারী যদি ২০০৫ সালে ১ লক্ষ টাকার শেয়ার কিনে থাকেন তাহলে আজকের শেয়ারের দামের ভিত্তিতে তিনি ২৪২৪টি শেয়ার পেতেন।

এর সঙ্গে বোনাস শেয়ার যোগ করা হলে মোট শেয়ার সংখ্যা পৌঁছে যায় ৪৮৪৮ টাকায়। আজ এই শেয়ারের মূল্য ১.৬৮ কোটি টাকা। গত ১০ বছরে ১৪৫৯ শতাংশ আর গত দুই বছরে ১৩৮ শতাংশ রিটার্ন দিয়েছে এই মাল্টিব্যাগার স্টক।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )