ELon Musk: টুইটার ব্লু টিক ব্যবহারকারীদের জন্য বড় খবর। টুইটারের সিইও ইলন মাস্ক জানিয়েছেন, শীঘ্রই মাইক্রো-ব্লগিং প্লাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে ব্লু-টিক। আগে অ্যাকাউন্ট যাচাইয়ের পরই এই চিহ্ণ পেতেন ট্যুইটারের ব্যবহারকারীরা। যাতে ওই প্রোফাইল আসল না নকল তা বোঝা যেত।
Twitter Blue Tick: কবে থেকে সরানো হবে ব্লু-টিক ?
স্বাভাবিকভাবেই মাস্কের এই পদক্ষেপ হতাশ করেছে টুইটারের ব্লু টিক ব্যবহারকারীদের। টুইট করে মাস্ক জানিয়েছেন, ২০ এপ্রিল থেকে 'লিগ্যাসি ব্লু টিক মার্ক' অর্থাৎ টুইটারে যাচাইকৃত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে দেওয়া হবে। এতদিন এই বিশেষ চিহ্ণ দেখেই কোন ট্যুইটার ব্যবহারকারী আসল তা বুঝতে পারতেন অন্যরা।
Tech News: এর বিকল্প কী বলছে ট্যুইটার ?
২০ এপ্রিল থেকে নীল টিক চেকমার্ক সহ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে নীল টিকটি সরানো হবে। যদিও কোম্পানির তরফে জানানো হয়েছে. কেবল যারা টুইটার ব্লু-এর সদস্য তারাই এটি রাখতে পারবেন। আপনি যদি আপনার টুইটার অ্যাকাউন্টের জন্য ব্লু টিক ধরে রাখতে চান, তাহলে আপনাকে টুইটার ব্লু-এর সদস্যপদ নিতে হবে।
Twitter Blue Tick : টুইটার ব্লু টিক মার্ক দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল ২০০৯ সালে
২০০৯ সালে টুইটারে নীল টিক চিহ্ন দেওয়া শুরু করে। এর মাধ্যমে রাজনৈতিক নেতা, সেলিব্রিটিদের ভেরিফায়েড অ্যাকাউন্টে নীল টিক দেওয়া শুরু হয়। আগে ব্লু টিক এর জন্য চার্জ নেয়নি কোম্পানি। যদিও এলন মাস্ক টুইটারের মালিক হওয়ার পর থেকেই এই পরিষেবার জন্য টাকা নেওয়া শুরু করেন।
ELon Musk : ব্লু টিক ধরে রাখার জন্য ব্যবহারকারীদের টাকা দিতে হবে
সম্প্রতি, এলন মাস্ক টুইটারের লোগোর আইকনিক ব্লু বার্ডটি সরিয়ে কুকুরের লোগো দিয়েছিলেন। যা দেখে ব্যবহারকারীরা অবাক হয়েছিলেন। টুইটারের মালিক হওয়ার পর থেকে ইলন মাস্ক টুইটার নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন সিদ্ধান্ত নিয়েছেন। টুইটারের মালিক হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ব্লু টিক ব্যবহারকারীদের টাকা দেওয়ার কথা বলেছিলেন। তখন থেকেই টুইটারের লিগ্যাসি ব্লু টিক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে ব্লু টিকগুলি কবে মুছে ফেলা হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেই তারিখ ঘোষণা করলেন এলন মাস্ক।
আরও পড়ুন : Elon Musk In Trouble: মাস্কের বিরুদ্ধে মামলা, প্রাক্তন সিইও পরাগ চাইলেন ১০ লক্ষ ডলার