হায়দরাবাদ : সংযুক্ত আরব আমিরশাহীর বহুজাতিক খুচরো বিক্রেতা লুলু গ্রুপ এবার বিরাট কর্মসংস্থানের খবর নিয়ে এল। সোমবার তেলঙ্গানায় তারা ঘোষণা করল নিয়োগের পরিকল্পনা। লুলু গ্রুপের ঘোষণা, আগামী পাঁচ বছরে তেলঙ্গনা রাজ্যে ৩৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে তারা। সেই সঙ্গে ভারতের বিভিন্ন শহরেও খুলবে তারা ডেস্টিনেশন মল। সারা দেশে লুলু গ্রুপ আগামী তিন বছরে ভারতে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানানো হয়েছে। 


লুলু গ্রুপ এবং তেলঙ্গনা সরকার গত বছর দাভোসে একটি চুক্তি স্বাক্ষর করেছিল । কয়েক দফা আলোচনার পরে সোমবার তারা বিনিয়োগের ঘোষণা করল।  লুলু গ্রুপের চেয়ারম্যান  এম এ ইউসুফ আলি সোমবার এ কথা জানান। তিনি  আরও জানান,  লুলু গ্রুপ ইতিমধ্যে ভারতে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এর ফলে এ দেশে  ২২ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে।


লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলি জানান, দেশের বিভিন্ন শহরে এই ডেস্টিনেশন মল খোলার জন্য ৩০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করতে চলেছে এই গ্রুপ। তেলঙ্গনার শিল্পমন্ত্রী কে. টি. রামা রাও-এর উপস্থিতিতে, তিনি সেই রাজ্যেও সাড়ে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন ৷ এই বিনিয়োগ মূলত করা হবে ফুড প্রসেসিং ও খুচরো ব্যবসায়ে। 


লুলু গ্রুপের তরফে জানানো হয়েছে তেলেঙ্গনায় তারা একটি মাছ প্রক্রিয়াকরণ প্লান্ট এবং একটি মাংস প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রফতানির জন্য সে রাজ্য থেকে ধান সংগ্রহ করবে। 


লুলু গ্রুপের তরফে জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই দেশের শপিং মল, হোটেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটগুলিতে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এখন তা বাড়াতে যাচ্ছে সংস্থাটি। কোম্পানিটি আহমেদাবাদে একটি মল তৈরি করা শুরু করেছে, যখন চেন্নাইতে আরেকটি মল তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত যা পরিকল্পনা তাতে, লুলু গ্রুপ হায়দরাবাদের বিমানবন্দরের কাছে একটি কৃষি সোর্সিং এবং লজিস্টিক হাব তৈরি করবে। এছাড়াও, আহমেদাবাদ, শ্রীনগর, গ্রেটার নয়ডা এবং বারাণসীতে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট এবং খুচরো প্রকল্পগুলিতে বিনিয়োগ করবে। কোম্পানির অনুমান যে এই বিনিয়োগ দেশে এর ফলে ৫০ হাজার  কর্মসংস্থান সৃষ্টি করবে।


শিল্পমন্ত্রী কেটি রামা রাও এই ঘোষণার কথা ট্যুইট করে জানান।