Unemployment Rate in India: দেশে এখন বেকার যুবক-যুবতীর সংখ্যা কত ? কর্মসংস্থানের চেহারাটা এখন ঠিক কীরকম ভারতে ? এই প্রথম মাসিক পরিসংখ্যান প্রকাশ করল কেন্দ্র। আর এই পরিসংখ্যানেই জানা গিয়েছে দেশে এখন বেকারত্বের হার ৫.১ শতাংশ। গতকাল বৃহস্পতিবার পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তুবায়ন মন্ত্রকের তরফে এই পরিসংখ্যান (Unemployment Rate) প্রকাশ করা হয়েছে। আর এই তথ্যে বলা হয়েছে যে বেকারত্বের নিরিখে মহিলাদের থেকে পুরুষদের সংখ্যা অনেকটাই বেশি।

পুরুষদের মধ্যে বেকারত্বের হার বেশি

পুরুষদের মধ্যে এপ্রিল মাসে বেকারত্বের হার ছিল ৫.২ শতাংশ, আর সেখানে মহিলাদের মধ্যে বেকারত্বের হার ছিল ৫ শতাংশ। এই সময়ে সারা দেশে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ছিল ১৩.৮ শতাংশ। নাগরিক পরিবেশের মধ্যে এপ্রিল মাসে বেকারত্বের হার ছিল ১৭.২ শতাংশ এবং গ্রামীণ এলাকায় এই বেকারত্বের হার ১২.৩ শতাংশ। এই সমীক্ষায় আরও দেখা গিয়েছে যে ১৫ থেকে ২৯ বছর বয়সী মহিলাদের মধ্যে বেকারত্বের হার সারা দেশে ১৪.৪ শতাংশ। সেখানে গ্রামাঞ্চলে এই বেকারত্বের হার ১০.৭ শতাংশ এবং শহরাঞ্চলে বেকারত্বের হার রয়েছে ২.৭ শতাংশ।

ভারতে ১৫ থেকে ২৯ বছর বয়সী পুরুষদের বেকারত্বের হার রেকর্ড করা হয়েছে ১৩.৬ শতাংশ এবং শহরে এই হার ১৫ শতাংশ আর গ্রামাঞ্চলে ১৩ শতাংশ। ২০২৫ সালের এপ্রিল মাসে ১৫ বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিও রয়েছে ৫৫.৬ শতাংশ।

গ্রামীণ এলাকায় এই রেশিও ছিল ৫৮.০ শতাংশ আর শহরাঞ্চলে ছিল ৫০.৭ শতাংশ। গ্রাম বা শহরে ১৫ বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে LFPR ছিল যথাক্রমে ৭৯ শতাংশ ও ৭৫.৩ শতাংশ।

প্রথমবার মাসিক বেকারত্বের হার প্রকাশ

২০২৫ সালে ১৫ বা তার বেশি বয়সী মহিলাদের ক্ষেত্রে গ্রামাঞ্চলে LFPR ছিল ৩৮.২ শতাংশ। এই LFPR অনুপাত আসলে বোঝায় মোট জনসংখ্যার মধ্যে কতজন কর্মরত, কাজ খুঁজছেন বা কাজের জন্য উপলব্ধ আছেন।

অন্যদিকে শ্রমিক বা কর্মী জনসংখ্যা অনুপাত (WPR) বোঝায় মোট জনসংখ্যার মধ্যে কতজন কাজে নিযুক্ত আছেন। এই অনুপাতের তথ্য থেকে দেখা যায় এপ্রিল মাসে গ্রামীণ এলাকায় ১৫ বছর বা তার বেশি বয়সী মানুষদের মধ্যে WPR ছিল ৫৫.৪ শতাংশ। এপ্রিল মাসে শহরে এই অনুপাত ছিল ৪৭.৪ শতাংশ এবং জাতীয় পর্যায়ে এই অনুপাত রেকর্ড করা হয়েছিল ৫২.৮ শতাংশ।