Minimum Pension: দেশের চাকরিজীবীদের এবং পেনশনভোগীদের বহুদিনের দাবির পরে ভারত সরকার সম্প্রতি একটি নতুন পেনশন স্কিম চালু করেছে যার নাম ইউনিফায়েড পেনশন স্কিম। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে এই নতুন পেনশন স্কিম (Pension Scheme) চালু হতে চলেছে। কেন্দ্র সরকারের এই নতুন পেনশন স্কিমের মাধ্যমে প্রায় ২৩ লক্ষ মানুষ উপকৃত হতে চলেছেন। যদি রাজ্য সরকারও এই নিয়ম (Unified Pension Scheme) চালু করে, তাহলে মোট ৯০ লক্ষ মানুষ উপকৃত হবেন। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে সেই রাজ্যে ইউনিফায়েড পেনশন স্কিম চালু হবে।


এই পেনশন স্কিমে কেন্দ্র সরকার জানিয়েছে যে সমস্ত কর্মী ২৫ বছর চাকরি করেছেন, তারা অবসরকালীন ১২ মাসের গড় বেতনের অর্ধেক টাকা পেনশন হিসেবে পাবেন। এছাড়া যে সমস্ত কর্মী ন্যূনতম ১০ বছর চাকরি করেছেন, তাদের ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। তবে এখন একটাই প্রশ্ন এসেছে যারা ১০ বছরের কম চাকরি করেই অবসর নিয়েছেন, তারা কি পেনশন পাবেন ? পেলে সেই পেনশনের অঙ্ক কত হবে ? তবে সরকার জানিয়েছে আপনি যদি ১০ বছর চাকরিই না করেন, তাহলে পেনশন হিসেবে আপনি কিছুই পাবেন না।


ইউপিএসের সঙ্গে সঙ্গেই চলবে এনপিএস


ইউনিফায়েড পেনশন স্কিম বোঝানোর জন্য কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে এই ন্যাশনাল পেনশন স্কিম পরিষেবাও চালু রাখা হবে। কর্মীদের এই দুটি বিকল্পের মধ্যে থেকে যে কোনও একটি বেছে নিতে হবে। পেনশন সিস্টেম নির্বাচনের পর সেই সিস্টেম আর বদলানো যাবে না। এই নতুন পেনশন স্কিম আসলে ১০ বছর থেকে ২৫ বছর পর্যন্ত যারা কাজ করেছেন, তাদের জন্য প্রযোজ্য। কিন্তু এখানে বলা হয়নি যে ১০ বছরের কম চাকরি করলে সেই কর্মীর পেনশনের কী হবে।


১০ বছর চাকরির আগেই অবসর নিলে পেনশন মিলবে না


ইউনিফায়েড পেনশন স্কিমের গাইডলাইন অনুযায়ী অবসরের পর শেষ ১২ মাসের গড় বেসিক স্যালারির ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন কর্মীরা। চাকরির মেয়াদের মধ্যেই কর্মীর মৃত্যু ঘটলে, বেতনের ৬০ শতাংশ পেনশন হিসেবে দেওয়া হবে তাঁর পরিবারকে। তবে যারা ১০ বছর কাজের আগেই অবসর নেবেন, তাদের কোনও পেনশন দেওয়া হবে না। যদি কেউ ৯ বছর ১১ মাসও কাজ করে থাকেন, তাহলেও তিনি পেনশন পাওয়ার যোগ্য হবেন না।


আরও পড়ুন: Multibagger Stock: ২ টাকার স্টক এখন ৭৮ টাকায়, ৪০০০ শতাংশ বেড়েছে এই মাল্টিব্যাগার পেনি স্টক