Gold Price: সোনার দাম দিনে দিনে বেড়েই চলেছে। গয়নার এবং বিনিয়োগের মাধ্যম হিসেবে এই সোনা অনেকেই কেনেন, কিন্তু ক্রমেই দাম বাড়তে থাকায় সাধারণ মানুষদের পকেটে টান পড়ছে। বিগত বেশ কিছুদিনে দাম (Gold Price Hike) খানিক কমলেও আবার নতুন করে দাম বাড়া শুরু হয়েছে ২-৩ দিন ধরে। আর এবারে সোনার দাম এক মাসে তাঁর সর্বকালীন উচ্চতায় পৌঁছে গিয়েছে। আর এই চড়া দামের কারণে সোনার চাহিদাও বাজারে কমে আসছে ধীরে ধীরে। অনেকেই মনে করছেন যেহেতু এই মাসেই বাজেট (Budget 2024) পেশ হবে, আর তাই বাজেটকে কেন্দ্র করে দাম বাড়ছে সোনার। তবে কি বাজেটের পরে দাম ফের কমবে ?


এক মাসের সর্বকালীন উচ্চতায় এখন সোনার দাম


আন্তর্জাতিক বাজারে এই সপ্তাহে সোনার দাম ২ শতাংশ বেড়েছে। শুক্রবারে স্পট গোল্ডের দাম ২৪১১ ডলার প্রতি আউন্সে বন্ধ হয়েছে যা কিনা এক মাসে সোনার সর্বোচ্চ দাম। দেশীয় বাজারেও একই ধারা চলেছে। শুক্রবারে এমসিএক্সে আগস্ট এক্সপায়ারির গোল্ড কনট্রাক্টের দাম ১০ গ্রামে  বন্ধ হয়েছে ৭৩,২৮৫ টাকায়।


এই বছরে ১৫ শতাংশ বেড়েছে দাম


এই বছরের শুরুর দিকে সোনার দাম ছিল ৬৩,৮৭০ টাকা, এখন যে সোনার দাম ৭৩ হাজার ছাড়িয়েছে। এর অর্থ হল শুধু এই বছরের জন্যেই সোনার দাম বেড়েছে ১৫ শতাংশ। এর প্রভাব পড়ছে সোনার চাহিদায়। একটি প্রতিবেদন অনুসারে এপ্রিল-জুন ত্রৈমাসিকে সোনার চাহিদা ভারতের বাজারে ১৫ শতাংশ কমে গিয়েছে। চড়া দামের কারণে মানুষ আর সোনা কিনতে চাইছেন না। তাছাড়া বিয়ের মরশুম থাকলেও জুলাই মাসেও সেভাবে সোনার চাহিদা বাড়েনি।


বাজেটে এই দাবি রেখেছে গহনা শিল্পী সংগঠনগুলি


গহনা শিল্পীরা বর্তমানে খুবই সমস্যায় কারণ সোনার চাহিদা কমে যাওয়ায় সেভাবে ব্যবসা ভাল চলছে না তাদের। আর তাই সোনার এই চড়া দামের কারণে সরকারের হস্তক্ষেপ চাইছেন তারা সকলেই। অনেকের দাবি সোনার এত দামের কারণে সোনার আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হোক। আবার কেউ কেউ বলছেন যে এই শুল্কের হার ৪ শতাংশে কমিয়ে আনা হোক।


চাহিদা ঠিক থাকলে সোনার দাম আবার কমবে


২০২৪ সালের পূর্ণাঙ্গ বাজেটে এই শুল্ক কমানোর দিকেই নজর দেবে সরকার আর তাঁর ফলে ফের বাড়বে সোনার চাহিদা, এমনটাই মনে করছেন সোনার ব্যবসায়ীরা। দেশীয় বাজারে সোনার দাম কমবে যদি কাস্টম ডিউটি কমানো হয়, ফলে তখন অনেক সস্তায় সোনা কিনতে পারবেন গ্রাহকরা। ফলে আশা করা হচ্ছে বাজেটের পরে সোনার দাম কিছুটা হলেও কমবে। আগামী ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


আরও পড়ুন: Petrol Diesel Price: আজ ভোট গণনার দিনে ৮৬ পয়সা কমল জলপাইগুড়িতে, ৮ জেলায় সস্তা জ্বালানি, কলকাতায় কত ?