কলকাতা: কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2024) আগে সোনা-রূপায় জিএসটি এবং শুল্ক কমানোর (GST and import duty of gold) দাবি তুলছেন সোনা-রূপার ব্যবসায়ীরা। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী একই দাবি তুলেছেন কলকাতার সোনা-রূপার ব্যবসায়ীরাও।
ব্যবসায়ীরা জানাচ্ছেন, যদি কর কমানোর জন্য কোনও পদক্ষেপ না করা হয়। তাহলে তাঁদের ব্যবসা-বাণিজ্য আরও ধাক্কা খাবে। ইতিমধ্যেই দাম বেড়ে যাওয়ায় চাহিদা কমেছে- যার ধাক্কা লেগেছে ব্যবসায়।
কলকাতার (Kolkata Traders) এক সোনার দোকানের মালিক নিরঞ্জন কর্মকার বলেন, 'সোনার দাম এত বেড়ে গিয়েছে যে ক্রেতারা কিনতেই পারছেন না। যদি কর এবং শুল্ক কমিয়ে আনা হয়, তাহলে একটু সুরাহা হবে। পাথরের বাজারও খুব একটা ভাল না।'
আরও এক সোনার দোকানের মালিক অভিজিৎ দাস পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, 'আমাদের ২টি আশা রয়েছে। সোনা-রুপোয় যে ৩ শতাংশ জিএসটি রয়েছে সেটা ২ শতাংশে নামিয়ে আনা হবে। এছাড়া সোনায় যে শুল্ক বসানো হয়েছে সেটা নামিয়ে আনা হবে। এমনটা হলে মধ্যবিত্তদের মধ্যে চাহিদা বাড়বে। সোনার দাম এত বেড়ে যাওয়ায় বাজারের অবস্থা খুব খারাপ হয়েছে।'
ব্যবসায়ীদের একটি অংশ জানাচ্ছেন,একদিকে আমদানি শুল্ক কমালে এবং অন্যদিকে ক্রেতারা ৫০ হাজার টাকার বেশি মূল্যের গয়না কিনলে যে প্রক্রিয়া রয়েছে তা সহজ করলে ব্যবসায় গতি ফেরাতে সাহায্য করবে।
এক সোনার দোকানের মালিক দুর্জয় দাস বলছেন, 'আমরা আশা করছি এই বাজেটে বিদেশ থেকে আনা সোনা, রূপা, পাথরের উপর শুল্ক কমানো হবে, তাতে খরচও কমবে। এখন সোনার দাম এতটাই বেশি বেড়ে গিয়েছে যে ব্য়বসায় ক্ষতি হচ্ছে।' পাশাপাশি তাঁর দাবি, এখন কোনও ব্যক্তি ৫০ হাজার টাকার উপরের কোনও গয়না কিনলে সরকারি নিয়ম অনুযায়ী তাঁকে KYC করতে হয়- এগুলির ক্ষেত্রেও কিছুটা ছাড় দিলে সুবিধা হবে বলে তাঁর মত।
সোনা ব্যবসায়ী সিজার সেন জানাচ্ছেন, এই ধাতুর দাম নিয়ন্ত্রণ করার জন্য কিছু অন্তত করা প্রয়োজন। তাঁর দাবি, হয় আমদানি শুল্ক কমানো হোক অথবা জিএসটি কমানো হোক যাতে সোনার মতো দামি ধাতু কিছুটা হলেও সাধারণ মানুষের আয়ত্ত্বে আসতে পারে।
নতুন এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Finance Minister Nirmala Sitaraman)। কেন্দ্রীয় বাজেটে জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশ। সেই দিকে তাকিয়ে কলকাতার স্বর্ণব্যবসায়ীরাও। তাঁদের আশা, এমন কোনও পদক্ষেপ নেওয়া হবে যাতে সোনার দাম সস্তা হয়, তার হাত ধরেই চাহিদা বাড়ে, যাতে আবার গতি ফেরে সোনা-রূপার ব্যবসায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মোদির জন্য স্পেশাল Men in Blue জার্সি! কত নম্বর জার্সি উপহার দিল BCCI?