অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আয়করের ভার কি এবার কিছুটা কমতে চলেছে? আর কোন ক্ষেত্রে কী অপেক্ষা করছে? তৃতীয় মোদি সরকারের বাজেট ঘিরে হাজারো প্রশ্ন মধ্যবিত্তের মনে। শনিবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেটের আগে অনেকগুলি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মুখে মুখে।
ওল্ড রেজিম VS নিউ রেজিম
শনিবার সকালে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যদি আয়করে আরেকটু ছাড় মেলে, এই আশায় বুক বাঁধছে মধ্যবিত্ত। বর্তমানে পুরনো আয়কর-কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমে বার্ষিক আড়াই লক্ষ টাকা অবধি আয়ে কোনও কর দিতে হয় না। বার্ষিক আড়াই থেকে ৫ লক্ষ টাকা অবধি আয়ের ক্ষেত্রে ৫ শতাংশ কর দিতে হয়। বার্ষিক ৫ থেকে ১০ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ এবং বার্ষিক ১০ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর দিতে হয়। নতুন আয়কর কাঠামো বা নিউ রেজিমে বার্ষিক ৩ লক্ষ অবধি আয়ে কোনও কর দিতে হয় না। বার্ষিক ৩ লক্ষ ১ টাকা থেকে ৭ লক্ষ টাকা অবধি আয়ে ৫ শতাংশ কর দিতে হয়। বার্ষিক ৭ লক্ষ ১ টাকা থেকে ১০ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ, বার্ষিক ১০ লক্ষ ১ টাকা থেকে ১২ লক্ষ টাকা অবধি আয়ে ১৫ শতাংশ, ১২ লক্ষ ১ টাকা থেকে ১৫ লক্ষ টাকা অবধি আয়ে ২০ শতাংশ এবং বার্ষিক ১৫ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে হয়।
বড় চটক দিতে চলেছে মোদি সরকার?
শনিবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে টানা আটবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। যা এক রেকর্ড। এবার দিল্লি নির্বাচনের ঠিক আগে জনতার মন পেতে কি কোনও বড় চটক দিতে চলেছে মোদি সরকার? কী মনে করছেন বিশেষজ্ঞরা ? আয়কর বিশেষজ্ঞ অর্ঘ্য মিত্র জানাচ্ছেন, মোদি সরকারের থার্ড টার্মে এটাই প্রথম বাজেট। আগেরটি ছিল অন্তর্বর্তী বাজেট। তাই এই বাজেট নিয়ে অনেক আশা আছে অনেকের তবে। এবার বেশি কর-ছাড় আশা করা যায় না। কারণ সামনা সামনি ভোট থাকলে মনমোহিনী বাজেট তৈরির প্রবণতা থাকে। সেই আশা এখানে করা যাবে না বলেই মনে করছেন অর্ঘ্য মিত্র।
বাজেটের পরই, ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোট। বছরের মাঝামাঝি বিহার বিধানসভার নির্বাচন হওয়ার কথা। সে-কথা মাথায় রেখে কি বাজেটে কোনও চমক থাকবে ? অপেক্ষায় মানুষ।