Upcoming cars in India: চলতি মাসেই হতে পারে বেশ কয়েকটি বড় কোম্পানির গাড়ির লঞ্চ। ভারতীয় অটোমোবাইল বাজারে ২০ জুলাই প্রকাশ্যে আসবে দুটি দুর্দান্ত গাড়ি। এসইউভি গাড়ির শ্রেণিতে ভারতে আসবে এই গাড়িগুলি। যার মধ্যে রয়েছে Maruti Suzuki New Vitara SUV-র নাম। দেশের বাজারে ভিটারা হুন্ডাই ক্রেটার সঙ্গে প্রতিযোগিতায় নামবে। একই সময়ে টাটা পাঞ্চকে হারাতে সিট্রন সি3ও ভারতের রাস্তায় দেখা যাবে।


Upcoming Cars in July: কোন-কোন গাড়ি আসবে শিরোনামে ?
সবার আগে এসইউভি বিভাগে Maruti Vitara আসবে বাজারে। এই গাড়িটি টয়োটা ও মারুতির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। Toyota সম্প্রতি ভারতের বাজারে তার Toyota Urban Cruiser Hyryder লঞ্চ করেছে। আসন্ন ভিটারা এই গাড়ির একটি রিব্যাজড সংস্করণ হবে। যা মারুতি তার ব্র্যান্ডিং সহ বাজারে উপস্থাপন করবে। ২০ জুলাই এই গাড়ির আত্মপ্রকাশের পরে মারুতি এই গাড়িকে উত্সবের মরশুমে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। মারুতি সম্প্রতি তার কমপ্যাক্ট এসইউভি Maruti Brezza লঞ্চ করেছে। এর আগে Maruti Vitara Brezza কোম্পানির সবথেকে বেশি বিক্রি গাড়ির তালিকায় নাম তুলেছিল।


Upcoming cars in India: কত দাম হতে পারে গাড়ির ?
আসন্ন Maruti Vitara-র দাম কোম্পানি জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এখন পর্যন্ত কোম্পানির সবচেয়ে দামি গাড়ি হতে পারে ভিটারা। এর প্রত্যাশিত মূল্য হতে পারে ১৪ লাখ থেকে ১৭ লাখের মধ্যে।


Upcoming cars in India: সিট্রন C3


এটি ভারতে ফরাসি অটোমেকার সিট্রনের দ্বিতীয় গাড়ি। এই আসন্ন গাড়িটি ভারতে একটি ছোট এসইউভি অর্থাৎ কমপ্যাক্ট এসইউভি হিসেবে লঞ্চ হবে। এটি সরাসরি টাটা পাঞ্চের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। Citroen C3-তে অনেক দুর্দান্ত বৈশিষ্ট্য পাবেন। কোম্পানির দাবি,  C3 মাত্র ১০ সেকেন্ডে ১০০ kmph গতিবেগ তুলতে পারে।


Upcoming cars in India: কী রয়েছে এই গাড়িতে ?
Citroen C3 একটি ৫-স্পিড ম্যানুয়াল এবং একটি ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যাবে। কোম্পানির মতে, ১.২-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইউনিট ১৯.৮ kmpl মাইলেজ দিতে সক্ষম। একই সময়ে টার্বোচার্জড ইউনিট সম্পর্কে বলতে গেলে, এটি ১৯.৪ kmpl মাইলেজ দিতে পারে। রঙের বিকল্পগুলির বিষয়ে কথা বলতে গেলে, Citroen C3 SUV বাজারে ৬টি রঙের বিকল্পের সঙ্গে দেওয়া হতে পারে। যার মধ্যে দুটি ডুয়াল-টোন রঙের অপশন থাকবে।


আরও পড়ুন : Moto Morini: রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে জোর লড়াই, ইতালির এই বাইক আসছে ভারতে